শচীন পুত্রের আইপিএল অভিষেক

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ০৮:১২ পিএম

ছবি: সংগৃহীত
দুই বছর আগে মুম্বাই ইন্ডিয়ান্স দলে জায়গা পেলেও মাঠে নামার সুযোগ হচ্ছিল না শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারের। এবারের আইপিএলে অভিষেক হয়ে গেল বাঁহাতি এই পেসারের।
২০২১ সালের নিলাম থেকে ভিত্তিমূল্য ২০ লাখ রুপিতে অর্জুনকে দলে নেয় আইপিএলের সফলতম দল মুম্বাই ইন্ডিয়ানস। এরপর থেকে দলটির সঙ্গে আছেন তিনি। ২১ বছর বয়সী অর্জুনের স্বীকৃত ক্রিকেটে অভিষেক হয়েছে মুম্বাইয়ের হয়ে। অনূর্ধ্ব-১৪ থেকে শুরু করে মুম্বাইয়ের সবগুলো বয়সভিত্তিক দলেই খেলেছেন তিনি।
আজ রবিবার (১৬ এপ্রিল) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে অর্জুনকে একাদশে রাখে মুম্বাই। পেটের সমস্যার কারণে এই ম্যাচের মূল একাদশে অবশ্য নেই রোহিত। আছেন 'ইম্প্যাক্ট প্লেয়ার' হিসেবে। তার অনুপস্থিতিতে মুম্বাইকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।
মুম্বাইয়ের হয়ে আইপিএল খেলেছেন টেন্ডুলকারও। এখন তিনি দলটির মেন্টর। সেই দলেই এবার আইপিএল ক্যারিয়ার শুরু করলেন অর্জুন। আইপিএলে খেলা প্রথম বাবা ও ছেলে যুগল তারা।