পাভারের গোলে ফ্রান্সের জয়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৯:০৩ এএম


ছবি: এএফপি
ইউরো বাছাইপর্বে বেনজামিন পাভারের অসাধারণ গোলে আইরিশদের ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে শক্তিশালী ফ্রান্স। এ জয়ের ফলে ‘বি’ গ্রুপ থেকে ২ ম্যাচই জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে দিদিয়ের দেশমের দল।
কিন্তু কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি ও অলিভার জিরুদের একের পর এক আক্রমণ রুখে দেয় আয়ারল্যান্ডের রক্ষণভাগ। অবিশ্বাস্য লাগতে পারে কিন্তু এমনটাই হয়েছে। দিদিয়ের দেশমের দল ছন্দে ছিল কিনা সে প্রশ্ন উঠতে পারে আয়ারল্যান্ডের শৃঙ্খলাবদ্ধ খেলা দেখে। কিন্তু সেই আইরিশদের রক্ষণের ভুলে খেতে হয় গোল আর শেষ পর্যন্ত ওই গোলেই হারের ব্যবধান ১-০। বক্সের মধ্যে জেসন নাইটকে দুর্বল পাস দিয়েছিলেন আইরিশ মিডফিল্ডার জশ কুলেন। সুযোগসন্ধানি পাভার নাইটের সামনে থেকে ছোঁ মেরে বলটা নিয়েই ডান পায়ে যেন কামান দাগলেন। লাফ দিলেও প্রচণ্ড গতিতে ছোটা বলটি ঠেকানোর সামর্থ্য আইরিশ গোলকিপার গ্যাভিন বাজুনুর ছিল না। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ নিতে শুরু করে ফ্রান্স। পরের ২০ মিনিটের মধ্যে ফ্রান্সের হয়ে একটি গোলের সুযোগ নষ্ট করেন আদ্রিয়ান রাবিওত। ২৫ গজ দূর থেকে তাঁর শট রুখে দেন বাজুনু।