×

খেলা

হত্যার হুমকিতে আতঙ্কিত চেলসি কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৪ পিএম

হত্যার হুমকিতে আতঙ্কিত চেলসি কোচ

ছবি: সংগৃহীত

   

মৌসুমজুড়ে ইংলিশ ক্লাব চেলসির বিপর্যয়ে নিজের কোনো দায় নেই বলে জানিয়েছেন কোচ গ্রাহাম পটার। অথচ একের পর এক হারে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে চলে গেছে ক্লাবটি। এ অবস্থায় কোচ গ্রাহাম পটারের এমন বক্তব্য সমর্থকদের রাগ আরও বাড়িয়ে দিয়েছে। তাই তো এবার কোচ পটার ও তার সন্তানদের হত্যার হুমকি দিয়েছেন সমর্থকরা। এ ঘটনায় পরিবার নিয়ে আতঙ্কিত অবস্থায় দিন যাপনের কথা জানিয়েছেন তিনি।

সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ১৪ ম্যাচের মাত্র ২টিতে জিতেছে চেলসি। সর্বশেষ গত সপ্তাহেও কোচবিহীন মাঠে নামা সাউদাম্পটনের বিপক্ষেও তারা ১-০ গোলে হেরেছে। এ পরিস্থিতিতে পটার যখন দলকে নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে, তখনই এল এই হুমকি। কেননা, সমর্থকদের বড় একটা অংশ মনে করেন গ্রাহাম পটার ও তার কৌশলই এর জন্য দায়ী!

চেলসি কোচ বলছেন, ‘সবার জীবনের জন্যই বর্তমান বিশ্ব কঠিন হয়ে উঠছে। আমরা এখন সম্পদ ও জীবনের ক্রাইসিসে ভুগছি। যার কারণে সম্প্রতি দফায় দফায় আন্দোলন করছেন দেশের মানুষ। ঠিক সেই পরিস্থিতিতে আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেটা হচ্ছে, আমার মৃত্যু চাওয়া, আমার সন্তানদের মৃত্যু চাওয়া। এমন কিছু পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।’

অনাকাঙ্ক্ষিত এই বার্তায় আতঙ্কিতবোধ করছেন এই ইংলিশ কোচ। বিষয়টি অকপটে স্বীকার করে তিনি বলেন, ‘আপনি এটার দুটি উপায়ে উত্তর দিতে পারেন। আমি বলতে পারি যে আমি পাত্তা দিচ্ছি না; কিন্তু সেটা মিথ্যা বলা হবে। সবাই চিন্তা করে যে মানুষ কী ভাবছে? কারণ, আমরা বেশ শক্তভাবে সমাজের সঙ্গে যুক্ত।’

গ্রাহাম পটার আরও জানান, ‘আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমার এবং তাদের জন্য জীবন কেমন? একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু হওয়ার কথা নয়।’

টানা ম্যাচ হারের প্রসঙ্গে পটার বলেন, ‘গত চার মাস ধরেই আমরা বেশ প্রেশারে আছি। যার পেছনে মিডিয়ারও হাত রয়েছে। কিন্তু এটা মোটেই সহজ ব্যাপার নয়। আপনার পরিবার ভুগছে। আপনার মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিত্বও এতে ক্ষতিগ্রস্ত হয়। আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, এটা কঠিন কি না? হ্যাঁ, এটা অবশ্যই কঠিন। আপনি ভুগছেন। আপনি হতাশ হয়ে পড়ছেন। আপনি যখন একা থাকেন, তখন পরিবারের সঙ্গে আসল আবেগটা দেখাতে পারেন।’

বর্তমানে প্রিমিয়ার লিগের ১০ নম্বরে থেকে ধুঁকছে চেলসি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগেও হার দেখেছে ক্লাবটি। আগামীকাল প্রিমিয়ার লিগে চেলসির প্রতিপক্ষ টটেনহাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App