১৭ ম্যাচ পর লিভারপুলের বিপক্ষেই হারল নিউক্যাসল

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৭ পিএম

ছবি: সংগৃহীত
অবশেষে নিউক্যাসলের জয়রথের দৌড় থামাল লিভারপুল। টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর লিগে হারের তেতো স্বাদ পেল নিউক্যাসল। ১০ জনের দলে পরিণত হয়ে তারা লিভারপুলের কাছে হেরেছে ২-০ গোলে।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে ইয়ুর্গেন ক্লপের দল। দারউইন নুনেস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়িয়েছেন কোডি হাকপো।
পরপর দুই ম্যাচে জাল অক্ষত রেখে জিতল লিভারপুল। আগের ম্যাচে এভারটনকেও তারা হারিয়েছিল একই ব্যবধানে।
সাড়ে পাঁচ মাসের বেশি সময় এবং টানা ১৭ ম্যাচ অপরাজিত থাকার পর লিগে হারের তেতো স্বাদ পেল নিউক্যাসল। আসরে কেবল দ্বিতীয় ম্যাচে হারল তারা; প্রথমবার হেরেছিল সেই গত ৩১ অগাস্ট, এই লিভারপুলের বিপক্ষেই।