
প্রিন্ট: ০২ মে ২০২৫, ০৮:০৪ পিএম
আরো পড়ুন
তুরস্কের ভূমিকম্প: ঘানার ফুটবলার নিখোঁজ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৯ পিএম

ক্রিশ্চিয়ান আতসু
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দুই হাজার ৩০০ ছাড়ানোর খবরের মধ্যেই আরেকটি খবর প্রচারিত হয়েছে। ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউক্যাসল উল্লেখ, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুণ। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’ খবর আফ্রিকা নিউজের।
৩১ বছর বয়সের ওই ফুটবলার তুর্কি ক্লাব হাতায়স্পরে খেলাধুলা করেন। এছাড়া আরো খবর এসেছে, তার সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ। তবে ক্লাবটির বেশ কিছু ফুটবলারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে।
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন

ক্রিশ্চিয়ান আতসু
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দুই হাজার ৩০০ ছাড়ানোর খবরের মধ্যেই আরেকটি খবর প্রচারিত হয়েছে। ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু নিখোঁজ হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিউক্যাসল উল্লেখ, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুণ। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’ খবর আফ্রিকা নিউজের।
৩১ বছর বয়সের ওই ফুটবলার তুর্কি ক্লাব হাতায়স্পরে খেলাধুলা করেন। এছাড়া আরো খবর এসেছে, তার সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ। তবে ক্লাবটির বেশ কিছু ফুটবলারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানা গেছে।