মার্তিনেজের পদক পাহারায় ২৪ লাখ টাকার কুকুর!

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩, ০৭:১১ পিএম

ছবি: সংগৃহীত
কাতার বিশ্বকাপে দলের গোলপোস্ট পাহারা দেয়া আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের ‘গোল্ডেন গ্লাভস’ পদক যেন কেউ চুরি করতে না পারে সে জন্য নিয়েছেন খুব শক্ত ব্যবস্থা।
সংবাদমাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, এমিলিয়ানো মার্তিনেজ যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী নেভি সিলস এবং ব্রিটেনের স্পেশাল কমান্ডো বাহিনী এসএএস যে জাতের কুকুর ব্যবহার করে, তেমনই এক কুকুর দিয়ে নিজের বিশ্বকাপ জয়ের পদক পাহারা দেওয়াচ্ছেন মার্তিনেজ। কুকুরটি বেলজিয়ান ম্যালিনইস জাতের। পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই কুকুর। সাধারণত অভিযান চালানোর অঞ্চলে এই কুকুর ব্যবহার করে নেভি সিলস ও এসএএস।
প্রতিবেদনে আরও বলা হয়, ২০ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ লাখ ৮০ হাজার টাকা) খরচ করে এই কুকুরকে পদক পাহারা দেওয়ার কাজে লাগিয়েছেন মার্তিনেজ। কুকুরটির ওজন প্রায় ৩০ কেজি। তবে মার্তিনেজ যে এই পরিমাণ টাকা খরচ করে কুকুরটিকে কাজে লাগিয়েছেন তা নিশ্চিত করতে পারেনি মেইল অনলাইন। ব্রিটেনের আরেকটি সংবাদমাধ্যম ‘ডেইলি স্টার’-এর সূত্র দিয়ে খবরটি প্রকাশ করেছে মেইল অনলাইন।