ক্রোয়াশিয়া জিতবে শিওর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২, ০৭:৪৪ পিএম

ছবি: ভোরের কাগজ
কাতার বিশ্বকাপে মেসিবাহিনীর উদ্দেশে টিপ্পনি ছুড়ছেন সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নোলের। তিনি মাঠে উত্তাপ ছড়াচ্ছেন প্রতিনিয়ত। মঙ্গলবার (১৩ নভেম্বর) কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
নিজ দল ক্রোয়েশিয়াকে মাতিয়ে রাখতে সরব হয়েছেন সাবেক এই মিস ক্রোয়েশিয়া। ইভানা মনে করছেন, মেসিদের উড়িয়ে ফাইনালে পৌঁছাবে তার ক্রোয়েশিয়া। এক ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে শুনতে দাও আর্জেন্টিনার জালে কত গোল ঢুকবে? একটি অনুমান করে নিন।’
পরে আরেকটি ভিডিও পোস্ট দিয়েছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার জার্সি পড়া দুই তরুণ ঘণ্টা হাতে দাঁড়িয়ে। আর ইভানার কিক করা বল ভেদ করছে নিশানা।
ভিডিওটির শেষ অংশে লেখা, ‘ক্রোয়াশিয়া জিতবে শিওর।’ ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘আর্জেন্টিনা ও ক্রোয়াশিয়ার সেমিফাইনালে আমার ভবিষ্যদ্বাণী।’