ক্যামেরুনের বিপক্ষে খেলছেন না নেইমার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২২, ১০:০৯ পিএম

সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। ফাইল ছবি
ক্যামেরুনের বিপক্ষে নেইমার খেলছেন না বলে নিশ্চিত করেছে ব্রাজিল দল।
ব্রাজিল দল জানিয়েছে, নেইমার জ্বরে পড়লেও এখন তা নিয়ন্ত্রণে আছে। তবে ক্যামেরুনের বিপক্ষে খেলার মতো ফিট তিনি হননি। এছাড়া ইনজুরিতে পড়া দানিলো এখনও ম্যাচ খেলার জন্য প্রস্তুত নন। সুইসদের বিপক্ষে ম্যাচে পায়ের মাংসপেশির ইনজুরিতে পড়েছেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো। তিনিও আগামী ম্যাচে খেলবেন না। খবর ইএসপিএনের।
রদ্রিগো লাসমার বলেন, জ্বর থেকে সেরে উঠেছে নেইমার। তবে গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেনি। দানিলো সেরে উঠছেন। সান্দ্রো ইনজুরিতে পড়েছেন। তাদের তিনজনকে ক্যামেরুনের বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে না।
প্রসঙ্গত, সার্বিয়ার বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন নেইমার। এই কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে ক্যামেরুনের বিপক্ষে অল্প সময়ের জন্য হলেও খেলার সম্ভাবনা ছিল ব্রাজিলের প্রধান এই ফুটবলারের।