বিশ্বকাপ দল ঘোষণা জার্মানির

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১০:২৫ পিএম

জার্মানি ফুটবল দল। ফাইল ছবি
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে। তাদের স্কোয়াডে রয়েছেন ১৭ বছর বয়সী স্ট্রাইকার ইউসুফা মুকোকো। বাদ পড়েছেন ২০১৪ বিশ্বকাপজয়ী স্কোয়াডের সদস্য ম্যাট হামেলস। জায়গা হয়েছে ২০১৪ বিশ্বকাপ জয়ের নায়ক মারিও গোটসার। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দল ঘোষণা করা হয়।
জার্মানির বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যানুয়েল নয়্যার, মার্ক-আন্দ্রে টার স্টেগান, কেভিন ট্রাপ; ডিফেন্ডার: আরমেল বেলা-কোচাপ, মাথিয়াস গিন্টার, ক্রিস্টিয়ান গান্টার, থিলো কেহরার, লুকাস ক্লোস্টারম্যান, ডেভিড রাউম, অ্যান্টনি রুডিগার, নিকো শ্লোটার, নিকলাস সুল; মিডফিল্ডার: হুলিয়ান ব্রান্ট, নিকলাস ফুলক্রুগ, লিওন গোরেৎস্কা, মারিও গোটসা, ইলকাই গুন্ডোয়ান, হোনাস হফম্যান, জশুয়া কিমিখ, জামাল মুসিয়ালা; ফরোয়ার্ড: করিম আদেমি, সার্জ নার্বি, কাই হাভার্টজ, ইউসুফা মুকোকো, টমাস মুলার, লেরয় সানে