চার উইকেট হারিয়ে দিশেহারা ভারত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৫:০৮ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের দেয়া ১৬০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে চাপে ভারত। শাহিন শাহ আফ্রিদির প্রথম ওভারে ৫ রান ওঠে। এর পরের ওভারে লোকেশ রাহুলের উইকেট তুলে নেন নাসিম শাহ। এর এক ওভার পর হারিস রউফ ফেরান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।
এরপর জুটি গড়েন বিরাট কোহলি এবং সুর্যকুমার যাদব। কিন্তু মাত্র ১৬ রানের জুটি গড়ার পর পাকিস্তানি পেসের সামনে উইকেট বিলিয়ে দিতে বাধ্য হলেন সুর্যকুমার যাদব। ১০ বলে ১৫ রান করে বিদায় নেন সুর্যকুমার যাদব।
সপ্তম ওভারের প্রথম বলে আবারও বিপদে পড়ে ভারত। এবার রান নিতে গিয়ে আউট হলেন অক্ষর প্যাটেল। শাদাব খানকে মিডউইকেটে ঠেলে দিয়ে একটি রান নিতে চেয়েছিলেন অক্ষর। কিন্তু কোহলি তাকে ফিরিয়ে দিলে ক্রিজে পৌঁছার আগেই বাবর আজমের থ্রো এবং রিজওয়ান ক্ষিপ্র গতিতে স্ট্যাম্প ভেঙে দিলে আউট হয়ে যান তিনি। তিন বলে দুই রান করে বিদায় নেন অক্ষর।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভারে ৪ উইকেটে ৯০ রান। ৩৪ রানে বিরাট কোহলি এবং ৩০ রানে ব্যাট করছেন হার্দিক পান্ডিয়া।