রাগের কারণে রোনালদোকে জরিমানা করলো ম্যানইউ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২২, ১২:১৪ এএম
প্রিমিয়ার লিগে টটেনহামের বিপক্ষে ম্যাচ চলাকালে রাগের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিচারের আওতায় এনেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ।
আরও পড়ুন: জয়ের রাতেও রাগ করে মাঠ ছাড়লেন রোনালদো
গত বুধবার (১৯ অক্টোবর) রাতে ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটেড-টটেনহাম ম্যাচে ম্যানইউয়ের জয় উদযাপন না করে রাগ করে মাঠ ছাড়েন রোনালদো। এ কারণে তাকে শাস্তি হিসেবে দুই সপ্তাহের বেতন জরিমানা করেছে ম্যানইউ কর্তৃপক্ষ। সেই সঙ্গে তাকে অনুশীলন করতে হবে অনুর্ধ্ব-১২ দলের ফুটবলারদের সঙ্গে। শুধু তাই-ই নয়, আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। খবর ইএসপিএনের।
রোনালদোর আচরণে ক্ষিপ্ত কোচ টেন হাগ বলেন, এখানে আমি ঠিক করবো কেমন হবে সংস্কৃতি, এই নিয়ন্ত্রণ আমার হাতে। আগে একবার তাকে বলেছিলাম এই ব্যাপারটা মেনে নেবো না। এটা আবার হলো এবং অবশ্যই তার একটা মূল্য দিতে হবে। ফুটবল দলের খেলা, এখানে দল সবার আগে তার।