×

খেলা

দম বন্ধ করা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০১:১৩ পিএম

দম বন্ধ করা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের জয়

ছবি: এএফপি

   

দম বন্ধ করা ম্যাচ দেখলো ফুটবলপ্রেমীরা। শ্বাসরুদ্ধকর খেলায় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও আগের ম্যাচেও সাইপ্রাসের দল ওমোনিয়া নিকোসিয়ার মাঠে গিয়ে ৩-২ গোলে জয় নিয়ে ফিরে এসেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

গত রাতের ম্যাচটা গোলশূন্যতেই যেন শেষ হতে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত স্বাগতিকদের মান রক্ষা করলেন স্কট ম্যাকটোমিনাই। ম্যাচ শেষে যোগ করা সময়ে (৯০+৩ মিনিটে) করা ওই একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানচেস্টারের দলটি।

ইউরোপা লিগের প্রথম রাউন্ডের ফিরতি পর্বের প্রথম ম্যাচেই সেই নিকোশিয়ার মুখোমুখি হতে হলো ম্যানইউকে। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নেমে আগের সেই ম্যাচের পারফরম্যান্স যেন ভুলে গিয়েছিল রেড ডেভিলরা।

গত বৃহস্পতিবারেই সাইপ্রিয়ট প্রথম বিভাগের ক্লাবটিকে হারিয়েছিল ম্যানইউ। নিজেদের মাঠে এই জয়টা তাদের খুবই প্রয়োজন ছিল। না হয় দ্বিতীয় রাউন্ডে ওঠাটা হয়ে যেতো তাদের জন্য কঠিন। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে শক্তি বাড়ান রায়ান টেন হাগ। তাতেও কোনো কাজ হচ্ছিল না। শেষ পর্যন্ত ৮১ মিনিটে ক্যাসেমিরোর পরিবর্তে মাঠে নামানো স্কট ম্যাকটোমিনাই গোল করে স্বস্তি এনে দেন স্বাগতিকদের।

প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও যখন গোল পাচ্ছিল না ম্যানইউ, তখন ওল্ড ট্র্যাফোর্ডের দর্শকরা ধুয়ো ধ্বনি দিতে থাকেন নিজ দলের ফুটবলারদের। তাদের মধ্যে ভর করে চরম হতাশাও। ম্যাকটোমিনাইয়ের গোলে অপ্রীতিকর পরিস্থিতি থেকেও বেঁচে যায় ম্যানইউ ফুটবলাররা।

ম্যাচের পর কোচ রায়ান টেন হাগ বলেন, এই দলের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। এমনকি স্কোর করার মত দক্ষ ফুটবলারও রয়েছে। তবে কখনো কখনো এমন রাত আসে, যেখানে আপনি কোনো সাফল্য পাবেন না। বৃহস্পতিবার ছিল তেমনই একটি রাত। তবে ভালো দিক হচ্ছে, দল জয় পেয়েছে এবং লক্ষ্যপানে রয়েছে। নিজেদের ওপর বিশ্বাস ছিল ছেলেদের এবং শেষ পর্যন্ত আমরা সেই পুরস্কারটা পেলাম।

৩৪টি শট নিয়ে একটি মাত্র গোল করে জয় পাওয়া ম্যানইউ ‘ই’ গ্রুপে রয়েছে দ্বিতীয় স্থানে। ১২ পয়েন্ট নিয়ে রিয়াল সোসিয়েদাদ শীর্ষে। ম্যানইউর পয়েন্ট ৯।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App