বাবরকে ফিরিয়ে প্রথম আঘাত মিরাজের

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২২, ০৯:১০ এএম

ছবি: সংগৃহীত
ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটি গড়ায় ৫০ রান। অবশেষে ব্রেকথ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। বাবর আজমকে মোস্তাফিজুর রহমানের ক্যাচে ফেরান মিরাজ।
২৫ বলে ৪টি চারে ২২ করেন মিরাজ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে এক উইকেট হারিয়ে ৬০ রান করেছে পাকিস্তান।
এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তবে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান একাদশে নেই।
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, শাদাব খান, হায়দার আলী, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ, শাহনওয়াজ দাহানি।
বাংলাদেশ: সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, নুরুল হাসান (অধিনায়ক), ইয়াসির আলী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।