‘ড্যান’ প্রাপ্ত নারী কারাতেকা তুলি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৩৫ পিএম

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের হাত থেকে মুজিব শতবর্ষ ব্ল্যাক বেল্ট সম্মাননা গ্রহণ করছেন শামীমা আখতার তুলি। ছবি: ভোরের কাগজ
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন আয়োজিত ‘মুজিব শতবর্ষ ব্ল্যাক বেল্ট সম্মাননা প্রদান-২০২২’ অনুষ্ঠানে কারাতেকা শামীমা আখতার তুলিকে ‘ষষ্ঠ ড্যান’ ডিগ্রির সার্টিফিকেট ও পুরস্কার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এর মাধ্যমে বাংলাদেশ কারাতে অঙ্গনের ‘ড্যান’ প্রাপ্ত নারী কারাতেকা অভিধায় ভূষিত হলেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক পদকপ্রাপ্ত শামীমা আখতার তুলি বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী ব্ল্যাক বেল্ট, পাঁচবার একটানা জাতীয় কারাতে চ্যাম্পিয়ন ও ইউনেস্কো আন্তর্জাতিক মার্শাল আর্ট সেন্টারের প্রথম ও একমাত্র প্রতিনিধি।