ফেদেরারকে মিস করবেন মেসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

রজার ফেদেরার ও লিওনেল মেসি
টেনিসের রাজা রজার ফেদেরার টেনিস কোর্ট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন। কিংবদন্তি এই টেনিস তারকার বিদায়ের ঘোষণা কাঁদিয়েছে বিশ্বব্যাপী তার কোটি ভক্তকে। তার বিদায় ছুঁয়ে গেছে অনেক কিংবদন্তি ক্রীড়াবিদকেও। এর মধ্যে রয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসিও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ফেদেরারকে নিয়ে তিনি লিখেছেন, টেনিস ইতিহাসে অনন্য, একজন জিনিয়াস, আর যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ।
বছরের পর বছর ফেদেরার টেনিস কোর্টে যে আনন্দ দিয়ে গেছেন, সেটি মিস করবেন জানিয়ে মেসি আরও লিখেছেন, নতুন মঞ্চে আপনার জন্য শুভকামনা। কোর্টে আপনার আনন্দ দেয়া মিস করব।
আগামী সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এটাই হবে তার ক্যারিয়ারে সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না বিশ্বের তুমুল জনপ্রিয় এই ক্রীড়াবিদকে।
সূত্র : ইউরো স্পোর্টস, স্পোর্টস ব্রিফ