ইউরোপা লিগে প্রথম গোল দিলেন রোনালদো

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১ পিএম

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে প্রথম গোল করে উল্লাসে মত্ত ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: স্পোর্টস ব্রিফ

বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে প্রথম গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: স্পোর্টস ব্রিফ
অবশেষে ইউরোপা লিগে প্রথম গোল দিতে পারলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর আগে অন্যান্য স্বীকৃত সব প্রতিযোগিতায় গোল করে বাজিমাত করে দিলেও ইউরোপা লিগে গোল অধরাই থেকে গেছিল।
আসরে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে শেরিফ তিরাসপোলকে ২-০ গোলে হারিয়েছে এরিন টেন হাগের ম্যানসিটি। তিরাসপোলের মাঠে সাঞ্চোর গোলে এগিয়ে যায় সফরকারীরা। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।
[caption id="attachment_368592" align="aligncenter" width="700"]
এর আগে গ্রুপ ‘ই’-তে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে হারে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ বছর পর ওই ম্যাচ দিয়ে ইউরোপায় ফিরেছিলেন রোনালদো। কিন্তু কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। আজ অবশ্য সুযোগ পেয়ে ভুল করেননি। তাকে সরাসরি মূল স্ট্রাইকার বা নম্বর নাইন হিসেবে খেলান টেন হাগ। ম্যাচে নতুন পজিশনের সঙ্গে দ্রুত খাপ খাওয়াতে দেখা যায় তাকে।
সূত্র: ইএসপিএন