×

খেলা

পঞ্চমবারের মতো বায়ার্নের কাছে হারলো বার্সা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩০ এএম

পঞ্চমবারের মতো বায়ার্নের কাছে হারলো বার্সা

রবার্ট লেভানডোভস্কি

   
মাত্র ৫ মিনিটের ঝড়ে ২-০ গোলে বার্সেলোনাকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাতের এই হার দিয়ে টানা পাঁচটি ম্যাচ হারলো স্প্যানিশ এই ক্লাব। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২ বার মুখোমুখি হয়ে ৯ বারই জিতেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে আজকের ম্যাচটি বার্সেলোনাই জিততে পারতো। এদিন ম্যাচের প্রথমার্ধে পাঁচটি দারুণ সুযোগ পেয়েছিলেন রবার্ট লেভানডোভস্কি। কিন্তু সাবেক দলের বিপক্ষে জালের দেখা পাননি এই পোলিশ তারকা। অ্যালিয়েঞ্জ অ্যারেনায় প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় বার্সা। এ অর্ধে বায়ার্নের জার্মান গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার দারুণ দুটি সেভ করেন। দ্বিতীয়ার্ধে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বার্সা। ৫০তম মিনিটে জশুয়া কিমিচের কর্নার কিকে বল পোস্টের সামনে পড়লে তা ঠেকাতে গিয়ে মিস করে বসেন রাফিনহা। সেখানে সুযোগের অপেক্ষায় থাকা লুকাস হার্নান্দেজ দারুণ শটে জাল খুঁজে নেন। ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। মুসিয়ালার কাছ থেকে বল পেয়ে দারুণ দক্ষতায় দুই বার্সা ডিফেন্ডারকে পেছনে ফেলে বাল জালে পাঠান সানে। পাঁচ মিনিট পর মুসিয়ালার ডি-বক্সের বাইরে থেকে নেওয়া শট লক্ষ্য থাকলে ব্যবধান আরও বাড়তে পারতো। এরপরও ব্যবধান কমানোর বেশ কিছু সুযোগ ছিল বার্সেলোনার। বদলি খেলোয়াড় ফেরান তোরেস, আনসু ফাতিরাও সুযোগ কাজে লাগাতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ। এ জয়ের ফলে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে 'সি' গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সা, পরের স্থানটিতে ইন্টার মিলান। সূত্র: মার্সা, স্পোর্টিং নিউজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App