এমবাপ্পের জোড়া গোলে হারলো জুভেন্টাস

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৩ এএম

কিলিয়ান এমবাপ্পে। ফাইল ছবি
প্রথম কোণঠাসা হয়ে পড়লেও জুভেন্টাসকে বেকায়দায় ফেলার সুযোগ নিতে দেরি করেনি স্বাগতিক পিএসজি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাতে এমবাপ্পের জোড়া গোলে পিএসজির কাছে ২-১ গোলে হেরেছে জুভেন্টাস।
ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই গোল হজম করে ওল্ড লেডিরা। পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার দারুণ এক চিপে বল পাঠান ফরাসি ফুটবলার এমবাপ্পেকে। নিঁখুত দক্ষতায় জালে বল পাঠান তিনি। খবর ইএসপিএনের।
ম্যাচের ২২ মিনিটে ২-০ গোলে লিড করেন এমবাপ্পে। এবারও বল যায় নেইমারের পা থেকে। পিএসজির নাম্বার দেন পায়ের জাদুতে বল পাঠান আশরাফ হাকিমিকে। সেটা আলতো টাচে এমবাপ্পেকে দেন তিনি। ওয়ান টাচে জালে বল পাঠিয়ে দেন ফরাসি এই তারকা।
ম্যাচের ৫৩ মিনিটে ম্যাককেনি এক গোল শোধ করেন। ম্যাচে গোল হওয়ার মতো তিনটি শট ফেরান ইতালির পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। কিন্তু কর্নার থেকে আসা ক্রস থেকে ম্যাকের হেড ফেরাতে পারেননি তিনি।