ডমিঙ্গো জানালেন ‘পদত্যাগ করেননি’

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০১:৫৫ পিএম
বিসিবির প্রধান প্রশিক্ষক তথা কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগের ‘গুজব’ উড়িয়ে দিয়েছেন। একটি জাতীয় দৈনিককে দেয়া ‘বিস্ফোরক’ সাক্ষাৎকারে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এবার ডমিঙ্গো জানিয়ে দিলেন, পদত্যাগ করেননি তিনি।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে ডমিঙ্গোর পদত্যাগ না করার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির এক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেন, ডমিঙ্গো এখন আফ্রিকায় আছেন। তিনি চাকরি ছাড়লে আগে বোর্ডকে জানাতে হবে। পদত্যাগের বিষয় নিয়ে সে এখন পর্যন্ত বোর্ডকে কোনো চিঠি দেয়নি।
সম্প্রতি এশিয়া কাপ টি-টোয়েন্টির কোচের পদ থেকে ডমিঙ্গোকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা ব্যর্থতার কারণে এই দক্ষিণ আফ্রিকান কোচকে ক্রিকেটের ক্ষুদ্রতম ফরমেট থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে, পদত্যাগের গুজবকে ঘিরে ঘোলাটে পরিস্থিতি তৈরির পর ডমিঙ্গো ঢাকার একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আপনাদের জানাতে চাই যে, এখনও পদত্যাগ করিনি। এই প্রেক্ষাপট পরিবর্তনে বদ্ধপরিকর আমি।