করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১১:৩৩ এএম

ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। ফাইল ছবি
ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রাহুল দ্রাবিড় করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে এশিয়া কাপে তার দলে থাকা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তবে বোর্ড এখনও তেমন কিছু জানায়নি।
আগামী ২৭ আগস্ট থেকে টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে। ২৮ আগস্ট পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত। এ ম্যাচে দ্রাবিড়কে দলে চান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। খবর আনন্দবাজার পত্রিকার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে দলগুলোর কাছে নিজেদের পরীক্ষা করে নেয়ার সুযোগ রয়েছে। এবারের এশিয়া কাপ সেই কারণেই টি-টোয়েন্টি ফরমেটে হবে। এশিয়া কাপের আগে সেই কারণে রোহিত, বিরাটদের বিশ্রাম দিয়েছিল ভারত। দীর্ঘ দিন ধরে রান নেই বিরাটের ব্যাটে। এশিয়া কাপে তাই তার ব্যাটে ভক্তরা রান দেখতে চান।
এদিকে, চোটের কারণে এশিয়া কাপের দলে নেই যশপ্রীত বুমরা। দলে রাখা হয়নি মোহাম্মদ শামিকে। দলে হার্ষল প্যাটেলও। ভারতের পেস আক্রমণকে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই দলের সঙ্গে দ্রাবিড় যেতে পারবেন কি না সেই দিকেই তাকিয়ে সমর্থকরা।