×

খেলা

রোনালদোর ‘অগ্রহণযোগ্য’ আচরণে চটলেন ম্যানইউ কোচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৯:২৫ পিএম

রোনালদোর ‘অগ্রহণযোগ্য’ আচরণে চটলেন ম্যানইউ কোচ

ক্রিশ্চিয়ানো রোনালদো

   

ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদো থাকতে চাইছেন না- এ খবর এখন পুরনো। এবার নতুন করে দলটির কোচ এরিক টেন হাগের বিরাগভাজন হয়েছেন পর্তুগিজ এই তারকা।

ঘটনাটি গত রবিবারের। দলের নতুন মৌসুমের জার্সিতে দেখা যায় রোনালদোকে। আর তাতেই চটেছেন টেন হাগ। খবর দ্য গার্ডিয়ানের।

রায়ো ভায়েকানোর বিপক্ষে নিজেদের মাঠে প্রাক মৌসুমের শেষ ম্যাচে মাঠে নেমেছিল দলটি। সেই ম্যাচ দিয়েই ইউনাইটেড একাদশে ফিরেছিলেন রোনালদো। এর আগে ‘ব্যক্তিগত কারণে’ প্রাক মৌসুমে পাঁচটি প্রীতি ম্যাচে তিনি খেলেননি। এমনকি অনুশীলনেও ছিলেন না তিনি।

গত সপ্তাহে মাঠে ফিরে খুব একটা সুখকর অভিজ্ঞতা হয়নি রোনালদোর। ৪৫ মিনিটেই রোনালদোকে তুলে নেন কোচ টেন হাগ, মাঠে আনেন আমাদ দিয়ালো ত্রায়োরেকে। এসেই তিনি করে বসেন গোল।

রোনালদো নিজে স্টেডিয়াম ছেড়ে যান শেষ বাঁশি বাজার আগেই। অবশ্য তিনি একা নন, দিয়োগো দালতসহ আরও অনেকেই তার সঙ্গে ম্যাচ শেষ হওয়ার আগে স্টেডিয়াম ছেড়েছেন বলে গুঞ্জন রটেছে। যদিও একথাও শোনা গেছে, দিয়োগো সেই ম্যাচের স্কোয়াডেই ছিলেন না। খেলাটা দেখছিলেন ডিরেক্টর্স বক্স থেকে।

তবে পর্তুগিজ মহাতারকাসহ ইউনাইটেড খেলোয়াড়দের এমন আচরণ ‘অগ্রহণযোগ্য’ ঠেকেছে কোচ এরিক টেন হাগের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এটা ক্ষমা করতে পারব না। এটা অগ্রহণযোগ্য। সবার জন্য বলছি, আমরা একটা দল, আর ম্যাচের শেষ পর্যন্ত থাকতে হবে সবাইকে।’ কোচ টেন হাগ অবশ্য রোনালদো, দালত কিংবা অন্য কোনো খেলোয়াড়ের নাম উল্লেখ করেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App