বিশ্বকাপে মেসি-রোনালদোদের ড্রেসিং রুমেও বসছে ক্যামেরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২২, ০৭:৫৩ এএম

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। ফাইল ছবি
সম্প্রতি রোনালদোকে পিএসজিতে নেয়া নিয়ে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি হুমকি দেয়ায় তাদের ড্রেসিং রুমেও সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যদিও বলা হচ্ছে, এর মধ্য দিয়ে দর্শকদেরকে পর্দার অন্তরালে এই দুই তারকা কী করেন সেটি ধারণা দেয়া হবে।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই সংস্থা জানিয়েছে, দর্শকদের কৌতুহল মেটাতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। সূত্র বলছে, এটি একটি প্রকল্প যা সঠিক পথে এগোচ্ছে কিন্তু এখনও পুরোপুরি কার্যকর হয়নি। একেবারে কার্যকর হবে যখন এটি নভেম্বরে স্থাপিত করা হবে। খবর গোল ডট কমের।
আরও পড়ুন : রোনালদোর কারণে দল ছাড়ার ‘হুমকি’ দিলেন মেসিতবে ড্রেসিং রুমে ক্যামেরা বসানোর নজির এটিই প্রথম নয়। এর আগে রাগবিতেও এমনটা করা হয়েছে। এবার ফুটবলেও একই প্রকল্প চালু করার বিষয়ে ভীষণভাবে উদ্যোগী ফিফা।
উল্লেখ্য, আগামী ২১ নভেম্বর থেকে কাতারে মাঠে গড়াবে এবারের ফুটবল বিশ্বকাপ।