ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত
একের পর এক উইকেট হারানোর মিছিলে ভরসা হয়ে ছিলেন তামিম ইকবাল আর লিটন দাস। কিন্তু ৫ বলের ব্যবধানে এই দুই ব্যাটারকে হারিয়ে আবারও বিপদে পড়েছে বাংলাদেশ।
১৬ রানে ৩ উইকেট হারানো দলকে অনেকটা সময় দুশ্চিন্তামুক্তও রেখেছিলেন তামিম-লিটন। ৫৩ বলের জুটিতে আসে ২৫ রান।
এরপরই আবার বিপদ। আলজেরি জোসেফের লেগ সাইডের বল খেলতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে উইকেটরক্ষকের ক্যাচ হয়েছেন তামিম। ৪৩ বলে ৪ বাউন্ডারিতে তিনি করেন ২৯ রান।
এর পরের ওভারে জোড়া আঘাত হেনেছেন কাইল মায়ার্স। লিটন দাস ৩৩ বলে ১২ করে ক্যাচ দিয়েছেন উইকেটরক্ষকের কাছে। ইয়াসির আলি রাব্বির বদলে সুযোগ পাওয়া নুরুল হাসান সোহান এক বল পরই হয়েছেন এলবিডব্লিউ (০)।
১৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৫ রান। সাকিব আল হাসান আর মেহেদি হাসান মিরাজ মাত্রই ক্রিজে এসেছেন।
অ্যান্টিগায় টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হেনেছেন। বাইরের বল অযথা খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় (১ বলে ০)। টেস্টে ১১ ইনিংসে তার শূন্য এ নিয়ে ছয়টি।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (উইকেটকিপার), নুরুল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ
ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, জশুয়া ডা সিলভা, এনক্রুমা বোনার, জেরমাইন ব্ল্যাকউড, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, রেমন রেইফার, কেমার রোচ, জেইডেন সিলস।