বিশ্বকাপে সাদিও মানে, সালাহদের স্বপ্নের মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১০:২৫ এএম

সাদিও মানের জয় সূচক গোলে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো সেনেগালের
নিজেদের মাঠে সেনেগালকে ১-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের পথে কিছুটা এগিয়ে ছিল মিশর। তখন সবাই ভেবেছিল শেষ হাসিটুকু বোধ হয় ফুটবে মোহাম্মদ সালাহর মুখে। কিন্তু দেখা গেলো ভিন্ন চিত্র। ফিরতি লেগে সেনেগালের কাছে টাইব্রেকারে হেরে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলো মিশর। এতে অবশ্য সালার লিভারপুলের সতীর্থ ও বন্ধু সাদিও মানের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব প্লে অফ ফিরতি লেগে টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে সেনেগালের কাছে হেরে বসে মিশর। ডাকারে নির্ধারিত সময়ে ম্যাচটি ১-০ গোলে জিতে নেয় সেনেগাল। এর আগে প্রথম লেগে একই ব্যবধানে জিতেছিল মিশর। ফলে খেলা অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে কেউ গোল করতে পারেনি। এতে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।
এর আগে সর্বশেষ আফ্রিকান কাপ অব নেশনস ফাইনালেও একইভাবে মিশরকে হারিয়েছিল সেনেগাল। টাইব্রেকার নামের স্নায়ুচাপ সামলানোর পরীক্ষায় আবারও ব্যর্থ হলো মিশর। গোল মিস করেছেন খোদ লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মিশরকে কাতারের টিকিট পাইয়ে দিতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে সাদিও মানে ঘরের সমর্থকদের আনন্দে ভাসাতে ভুল করেননি। দলকে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব।