×

খেলা

বর্ণাঢ্য যুব গেমসের পর্দা উঠবে আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০১৮, ১১:১৭ এএম

বর্ণাঢ্য যুব গেমসের পর্দা উঠবে আজ
   
দেশে প্রথমবারের মতো আয়োজিত যুব গেমসের পর্দা উঠছে আজ। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব গেমস উপলক্ষে নতুন সাজে সেজেছে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। হাজারো আলোর ঝলকানিতে উজ্জল স্টেডিয়ামের রঙিন মঞ্চ দেশের ভবিষ্যত তারকাদের স্বাগত জানাতে প্রস্তুত। তাদের আজ বরণ করে নেবেন ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুব গেমসের বড় মঞ্চে নিজেদেরকে প্রমাণের ‍সুযোগ পাচ্ছেন অনূর্ধ্ব—১৭ বছর বয়সের ছেলে-মেয়েরা। ক্রিড়া নৈপুণ্য দেখাবেন জেলা ও বিভাগীয় পর্যায়ের ২ হাজার ৬৬০ ক্রীড়াবিদ। লড়বেন ১৫৯ ইভেন্টে ১ হাজার ১১৪টি পদকের জন্য । ৩৪২ সোনা, ৩৪২ রৌপ্য এবং ৪৩২ ব্রোঞ্জপদক থাকছে ২১ ডিসিপ্লিনে। তরুণ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এবং চমকে দিতে পাঁচ কোটি টাকা ব্যয়ে চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রায় সাড়ে চার ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। সাধারণ দর্শক প্রবেশ করতে পারবেন বিকাল ৪টা হতে ৫টা পর্যন্ত। নিরাপত্তার কারণে এরপর গেট বন্ধ করে দেওয়া হবে। ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে জাতীয় সংগীত দিয়ে শুরু হবে মূল অনুষ্ঠান। এরপর যুব গেমসের প্রামাণ্যচিত্র তুলে ধরা হবে। একই সাথে মাঠে প্রবেশ করবেন আট বিভাগের সংশ্লিষ্ট সকল ক্রীড়াবিদরা। ৭টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং উদ্বোধন ঘোষণার পরপরই মশাল প্রজ্বলন করবেন কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী দেশসেরা শ্যুটার আসিফ হোসেন খান। রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে আট মিনিটের মাসকট প্যারেড। ৭টা ৫৩ মিনিটে স্টেজ পারফরমারদের নাচ ও গান পরিবেশিত হবে। ১৫ মিনিটের এই অনুষ্ঠানে দেশসেরা কণ্ঠ ও নৃত্য শিল্পীরা অংশ নেবেন। ৮টা ৮ মিনিটে বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রদর্শিত হবে ডিসপ্লে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App