×

খেলা

সাকিব স্বেচ্ছায় না সরলে বোর্ড থেকে সরানো কঠিন: রাজ্জাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২২, ০২:০৬ পিএম

   

নিষেধাজ্ঞা, ইনজুরি কিংবা ব্যক্তিগত কারণে ছুটি- সবমিলিয়ে ২০১৭ সালের সেপ্টেম্বরের পর থেকে বাংলাদেশ দলের হয়ে ২৭ টেস্টের মধ্যে ১৮টিতে অনুপস্থিত ছিলেন সাকিব আল হাসান। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যোগ হবে আরও দুই টেস্ট। কারণ তাকে বিশ্রাম দিয়েছে বিসিবি। ছুটি চাওয়ায় বোর্ডও সেটা মেনে নেয়। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে বিসিবি। যা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। আলোচনা হওয়ার কারণ, টেস্ট খেলার প্রতি সাকিবের আগ্রহ কম বলেই সবাই জানে। এই ফরম্যাটটি তিনি বেশিরভাগ সময়ই খেলেন না। তবু, কেন তাকে এই ফরম্যাটের চুক্তিতে রাখা হয়েছে সেটাই প্রশ্ন।

শুক্রবার (১১ মার্চ) মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে খোলাসা করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও আব্দুর রাজ্জাক। কেন সাকিবকে তিন ফরম্যাটেই রাখা হয়েছে, সেটার ব্যাখ্যা দিয়েছেন তারা।

আব্দুর রাজ্জাক বলেন, ছুটির (৩০ এপ্রিল পর্যন্ত সাকিবের ছুটি) যে কথা বলছেন তা আনুষ্ঠানিক কিছু না। কেউ দুইটা সিরিজ বিশ্রাম নিলে তাকে তিন ফরম্যাটের চুক্তিতে রাখা যাবে না, এমন নিয়ম নেই। এখানে সিস্টেম হলো, বোর্ড প্রথমে কথা বলেছে কে কোন ফরম্যাটে খেলতে চায় এবং তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাকিব এখনো টেস্ট থেকে অবসর নেননি দাবি করে তিনি বলেন, সাকিব কিন্তু এখনো কোনো ফরম্যাট থেকে সরে যায়নি বা অবসর নেয়নি। সে ওই মাপের খেলোয়াড় যে, নিজে স্বেচ্ছায় কোনো ফরম্যাট থেকে না সরলে বোর্ড তাকে সরিয়ে দিতে পারে না, এটা কঠিন। এখনো সাকিবের সঙ্গে আমাদের ওইভাবে কথা হয়নি। তাই ফট করে একটা কথা বলা ঠিক না, কথা হলে জানতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App