রাশিয়ার পতাকায় প্যারালিম্পিকে অংশ নিতে পারবেন না প্রতিযোগীরা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২২, ০৮:৩১ পিএম

বেইজিং প্যারালিম্পিক
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ২০২২ শীতকালীন প্যারালিম্পিকে রাশিয়া এবং বেলারুশের প্রতিযোগীরা নিজেদের দেশের ব্যানারে খেলতে পারবেন না, তাদের নামতে হবে “নিরপেক্ষ” হিসাবে।
আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) এক বিবৃতিতে বলা হয়েছে যেসব রুশ এবং বেলারুশিয়ান অ্যাথলেট বেইজিংয়ে পৌঁছেছেন, তাদেরকে প্যারালিম্পিক পতাকার আওতায় অংশ নিতে হবে। খবর বিবিসির।
পদক তালিকাতেও এই দুদেশের অ্যাথলেটরা থাকবেন না।
আইপিসি বলছে ইউক্রেনে হামলার কারণে এই দুই দেশের বিরুদ্ধে “সর্বোচ্চ যে ব্যবস্থা” নেওয়ার ক্ষমতা তাদের ছিল সেটাই প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার প্রতিযোগিতা শুরু হচ্ছে। জানা গেছে ২৯ জন ইউক্রেনিয়ান অ্যাথলেট প্যারালিম্পিকে অংশ নিতে আসছেন।
ধারণা করা হচ্ছে রুশ এবং বেলারুশের অ্যাথলেটদের সঙ্গে প্রতিযোগিতা করার বদলে তারা হয়তো প্যারালিম্পিকই বর্জন করবে।