লুকাকুর গোলে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪৫ পিএম

নিজের একমাত্র গোলের মাধ্যমে চেলসি বিশ্বকাপ ফাইনালে ওঠায় মাঠে আনন্দ প্রকাশ করেন রোমেলো লুকাকু
আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সৌদি আরবের ক্লাব আল হিলালকে বুধবার রাতে ১-০ গোলে হারায় ইংলিশ ক্লাব চেলসি। এ ম্যাচে ব্লুজদের হয়ে একমাত্র গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলো লুকাকু। এ জয়ের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পা রাখলো চেলসি।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন এ খবর নিশ্চিত করেছে।
এর আগে ২০১২ সালে এ আসরের ফাইনাল খেললেও ব্রাজিলের ক্লাব কারিন্থিয়াদের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় চেলসির।
চেলসির নিয়মিত প্রধান কোচ থমাস টুচেল করোনায় আক্রান্ত হওয়ায় ম্যাচটিতে ডাগআউটে ছিলেন সহকারী প্রধান কোচ সল্ট জো। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলসহ ১৫টি শট নেয় চেলসি। অন্যদিকে আল হিলাল শট নেয় ১২টি।
পুরো ম্যাচেই চেলসি ও আল হিলাল সমানে সমান খেলেছে। আক্রমণ-পাল্টা আক্রমণে শেষ হয় ম্যাচ। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকে চেলসি। দ্বিতীয়ার্ধে শতচেষ্টার পরেও ম্যাচে ফিরতে সক্ষম হয়নি সৌদি ক্লাবটি। ৩২ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন রোমেলো লুকাকু। এর মাধ্যমে ক্লাব বিশ্বকাপে শিরোপা জয়ের দৌঁড়ে ফাইনালে পা রাখলো চেলসি।