ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কটাক্ষ করে তসলিমা নাসরিনের পোস্ট, যা লিখলেন

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৫ পিএম

ভারতে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। ছবি: সংগৃহীত
ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন নিজের বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনার শীর্ষে থাকেন। এবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এইচএসসির ফলাফল প্রকাশের পর বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের কটাক্ষ করেছেন।
তসলিমা নাসরিন তার পোস্টে প্রশ্ন তুলেছেন, ‘মেধাবীরা ফেল করছে কেন?’ তাঁর এই মন্তব্য দ্রুতই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। কিছু নেটিজেন মন্তব্য করেছেন, ‘পড়ালেখা না করে রাস্তায় আন্দোলন করে বেড়ালে পাশ করবে কেমনে?’ আবার অন্যদিকে কেউ লিখেছেন, ‘মেধাবীদের পাশ করার কী দরকার! তারা তো দেশ জয় করে ফেলেছে।’
এই প্রথম নয়, এর আগেও তসলিমা নাসরিন নিজের বিতর্কিত পোস্টের মাধ্যমে আলোচনা সৃষ্টি করেছেন। সম্প্রতি, তিনি বাংলাদেশের ইলিশ মাছের ২ হাজার রুপি কেজি দরে কেনার ছবি পোস্ট করে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছিলেন।
আরো পড়ুন: রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ, চিন্তিত তসলিমা নাসরিন
তসলিমা নাসরিনের মন্তব্যগুলি সব সময়ই সমাজের বিভিন্ন বিষয় নিয়ে সরাসরি কথা বলার জন্য পরিচিত। যদিও অনেকেই তার মন্তব্যকে সমালোচনা ও বিতর্কের মধ্যে ফেলে দেন, তবে তার এসব মন্তব্য প্রায়ই জনমতের ওপর প্রভাব ফেলে।