তাহসান কোন দুঃখে বিসিএস দিতে যাবে?

আকবর হোসেন
প্রকাশ: ১০ জুলাই ২০২৪, ০৭:৩৪ পিএম

কণ্ঠশিল্পী তাহসান রহমান খান
তাহসানকে নিয়ে ফেসবুকে একটা কথা বেশ ছড়িয়েছে। সেটা হচ্ছে - ২৪তম বিসিএস পরীক্ষায় তাহসান প্রথম হয়ে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ-প্রাপ্ত হয়েছিল!
সেই পরীক্ষা পরবর্তীতে বাতিল হয়ে পুনরায় অনুষ্ঠিত হলে তাহসান আর পাশ করতে পারেনি! কথাটা ডাহা মিথ্যা।
আমরা যখন ইউনিভার্সিটির ছাত্র তাহসানও তখন ছাত্র। আমাদের চেয়ে কিছুটা সিনিয়র ছিলেন তাহসান।
তিনি ছিলেন আইবিএ'র ছাত্র। তখনকার সময়ে আইবিএ'র ছাত্ররা বিসিএস পরীক্ষা দিতো বলে আমার খুব একটা জানা ছিল না।
সোজা কথা হচ্ছে, আইবিএ'র শিক্ষার্থীরা বিসিএসকে পুছতো না। ২০০৩/০৪ সালে একজন প্রথম শ্রেণীর গেজেটেড সরকারি কর্মকর্তা বেতন পেতেন ১২/১৩ হাজার টাকা।
অথচ তাহসান তখনও ব্ল্যাক ব্যান্ডের পরিচিত গায়ক ও বিরাট স্টার। তখনকার সময়ে তো ভাইরাল হবার সুযোগ ছিল না।
তবে স্টার হওয়া যেতো। চারিদিকে তাহসানের জনপ্রিয়তা ও পরিচিতি ছিল। তাহসান আইবিএ থেকে পাশ করে তৎকালীন লিভার ব্রাদার্সে (বর্তমানে ইউনিলিভার) জয়েন করেছিলেন।
তখনকার সময়ে লিভার ব্রাদার্সের বেতনের সাথে সরকারি চাকরির বেতনের কোন তুলনাই চলতো না। সে কোন দুঃখে বিসিএস দিতে যাবে?
তাহসানের মা অধ্যাপক জিন্নাতুন নেসা তাহমিদা বেগম পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন, এটা সত্যি।
বিবিসির সাংবাদিক আকবর হোসেনের ফেসবুক স্ট্যাটাস থেকে