রাশিয়ায় এক বছরে ইউক্রেনের ৭ হাজার ড্রোন হামলা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

এসব ড্রোন হামলায় ৩৫টির বেশি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবি : সংগৃহীত
ইউক্রেন ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে সাত হাজারেরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। তবে, ইউক্রেনের চালানো এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর ইউক্রেনের এসব ড্রোন হামলায় ৩৫টির বেশি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ইউক্রেনীয় ফিক্সড-উইং ড্রোন হামলার এক-চতুর্থাংশ রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোড অঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
আরো পড়ুন : রাশিয়ার তেল সরবরাহে বাধা দেবে না ইউক্রেন
এসব হামলায় ব্যবহৃত এক হাজার ৮৯৬টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও কুরস্ক অঞ্চলের এক হাজার ২০৬টি ড্রোন ধ্বংস করা হয়েছিল দাবি দেশটির।
এদিকে, চলমান ইউক্রেন-রাশিয়া সংঘাতের যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রে নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১০ জানুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত ইউক্রেন-রাশিয়া সংঘাতের অবসান ঘটানো প্রয়োজন বলে জানান ট্রাম্প।
রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কোনো পূর্বশর্ত ছাড়াই ট্রাম্পের সঙ্গে দেখা করতে প্রস্তুত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।