বাচ্চা জন্ম দিলেই ১ লাখ টাকা পুরস্কার

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫, ০৪:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
রাশিয়া তার জন্মহার বৃদ্ধির জন্য নতুন একটি পদ্ধতি চালু করেছে, যার অধীনে ২৫-এর কম বয়সি নারী শিক্ষার্থীদের ১ লাখ রুবল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা) দিবে সন্তান জন্ম দিলে। এই উদ্যোগের লক্ষ্য তরুণীদের সন্তান ধারণে উৎসাহিত করা, যাতে রাশিয়ার জন্মহার বৃদ্ধি পায়।
এই নতুন ব্যবস্থা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, দ্য মস্কো টাইমসের বরাতে জানিয়েছে, রুশ কর্তৃপক্ষ ২৫ বছরের কম বয়সী, স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের পূর্ণকালীন ছাত্রীদের জন্য এই অর্থ প্রদান করবে। তবে, এই অর্থ পেতে কিছু শর্তও রয়েছে। আবেদনকারী নারীদের অবশ্যই ২৫ বছরের নিচে এবং কারেলিয়া অঞ্চলের বাসিন্দা হতে হবে।
অন্যদিকে, মৃত শিশুর জন্মদানের পর সন্তান হারানো মায়েরা এই অর্থ পাবেন না। তবে, হঠাৎ শিশু মৃত্যু সিন্ড্রোমের কারণে যদি শিশুটি মারা যায়, তাহলে অর্থ দেয়া হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়। এর সঙ্গে, নীতিমালায় কোনো উল্লেখ নেই, যে প্রতিবন্ধী শিশুদের জন্মদানকারী তরুণী মায়েদের জন্য এই প্রণোদনা থাকবে কিনা।
রাশিয়ার জন্মহার গত কয়েক বছর ধরে ব্যাপকভাবে কমে গেছে। ২০২৪ সালের প্রথমার্ধে মাত্র ৫ লাখ ৯৯ হাজার ৬০০ শিশুর জন্ম হয়েছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের তুলনায় এ বছর জন্মের সংখ্যা ১৬ হাজার কমেছে।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ২০২৪ সালের জুলাই মাসে এ পরিস্থিতিকে "জাতির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর" হিসেবে মন্তব্য করেছেন।
রাশিয়ার অন্যান্য অঞ্চলগুলোও তরুণীদের সন্তান ধারণে উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা চালু করেছে। মধ্য রাশিয়ার শহর টমস্কসহ কমপক্ষে ১১টি অঞ্চলে সন্তান জন্মদানকারী নারী শিক্ষার্থীদের জন্য আর্থিক প্রণোদনা দেয়া হচ্ছে।