×

রাশিয়া

কাজাখস্তানে ‌বিমান দুর্ঘটনা

দোষ স্বীকার করে দায়ীদের শাস্তির দাবি আজারবাইজানের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪, ০৯:০৩ এএম

দোষ স্বীকার করে দায়ীদের শাস্তির দাবি আজারবাইজানের

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব। ছবি : সংগৃহীত

   

কাজাখস্তানে বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়াকে দোষ স্বীকার করে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে আজারবাইজান। একই সঙ্গে এ ঘটনায় দোষীদের শাস্তিরও দাবি জানানো হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এ দাবি জানান দেশটির প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব। খবর তাসের।

ইলহাম অলিয়েব বলেন, রাশিয়ার ছোড়া গুলিই লেগেছিল বিমানে, যার জেরে সেটি ভেঙে মাটিতে পড়ে যায়। মস্কো এই বিমান দুর্ঘটনার নেপথ্য প্রকৃত কারণকে আড়াল করার চেষ্টা করছে বলেও অভিযোগ তুলছে বাকু। 

প্রেসিডেন্ট ইলহাম বলেন, আমরা স্পষ্টভাবে রাশিয়ার কাছে আমাদের দাবিগুলো জানিয়েছি। ২৭ ডিসেম্বর সেগুলো রাশিয়ার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে- প্রথমত, এ ঘটনার জন্য রাশিয়াকে আজারবাইজানের কাছে ক্ষমা চাওয়া। 

দ্বিতীয়ত, দোষ স্বীকার করা। তৃতীয়ত, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য দোষীদের শাস্তি দেয়া এবং আহত যাত্রী এবং ক্রু সদস্যদের উভয়ের জন্য ক্ষতিপূরণ প্রদান করা। 

তিনি বলেন, আশা করি আমাদের বাকি দাবিগুলোও পূরণ হবে। ঘটনাচক্রে, শনিবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিমান দুর্ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন ইলহামের কাছে। তবে রাশিয়ার ছোড়া গুলিতে বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। ঘুরিয়ে এই দুর্ঘটনার জন্য ইউক্রেনের দিকেই দায় ঠেলেছেন পুতিন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিমান দুর্ঘটনার বিষয়ে টেলিফোনে কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েব।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোনে কাজাখস্তানের আকতাউয়ের কাছে বিমান দুর্ঘটনার পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন। তারা বিমান বিধ্বস্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন।

আরো পড়ুন : বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষমা চাইলেন পুতিন

গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রিবাহী বিমান রাশিয়ার দিকে যাচ্ছিল। গন্তব্য ছিল চেচেনের রাজধানী গ্রজনি। কিন্তু তার আগেই কাজাখস্তানের আকতু শহরে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় বিমানে থাকা ৬৭ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যু হয়। 

এই ঘটনার জন্য রাশিয়াকেই দায়ী করছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। তার বক্তব্য, এই বিপর্যয়ের ‘দোষ’ স্বীকার করতে হবে রাশিয়াকে।

রাশিয়া এই দুর্ঘটনার পর যে ধরনের তথ্য তুলে ধরছে, তাতে মোটেই সন্তুষ্ট নয় আজারবাইজান। মস্কো যে ধরনের তথ্য খাড়া করার চেষ্টা করছে, তাতে নিজেদের দোষ ঢাকার চেষ্টা করা হচ্ছে বলে মনে করছে বাকু। 

ইলহাম দাবি করেছেন, যুদ্ধের জন্য ব্যবহৃত কোনো বৈদ্যুতিন যন্ত্রের মাধ্যমে আজারবাইজানের বিমানটির নিয়ন্ত্রণ নেয়া হয়েছিল। রাশিয়ার এই হামলা ইচ্ছাকৃত নয় বলেও মনে করছেন তিনি। সেই কারণে বন্ধু রাষ্ট্রের প্রতি রাশিয়ার দোষ স্বীকার করে নেয়া উচিত বলে মত ইলহামের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App