×

রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রাশিয়া : পুতিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রাশিয়া : পুতিন

‘রাশিয়া এবং এর জনগণের স্বার্থ’ই অপরিবর্তিত থাকে। ছবি : সংগৃহীত

   

রাশিয়া তার স্বার্থের ক্ষতি না করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রবিবার (২২ ডিসেম্বর) ভিজিটিআরকে সাংবাদিক পাভেল জারুবিনের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে রুশ প্রেসিডেন্ট বলেন, ইচ্ছা অনুযায়ী সবকিছু করা সম্ভব। আমরা কখনোই এই ইচ্ছা পরিত্যাগ করিনি। খবর তাসের।

পুতিন বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ‍আমাদের সবকিছুই পরিবর্তিত হয়। কেবল ‘রাশিয়া এবং এর জনগণের স্বার্থ’ই অপরিবর্তিত থাকে।

রুশ নেতা বলেন, যদি আমরা দেখি যে পরিস্থিতি এমনভাবে পরিবর্তিত হচ্ছে, যাতে অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হচ্ছে- তাহলে আমরা তার জন্য প্রস্তুত। এটি আমাদের প্রশ্ন নয়, বরং তাদের প্রশ্ন। তবে এটি হতে হবে রাশিয়ান ফেডারেশনের স্বার্থের কোনো ক্ষতি না করে।

আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তন সম্পর্কে কথা বলতে গিয়ে পুতিন উনিশ এবং বিংশ শতকের কিছু উদাহরণ উল্লেখ করেন। তিনি বিশেষভাবে স্মরণ করেন ১৮৫৩-১৮৫৬ সালের ক্রিমিয়া যুদ্ধের কথা। যখন রাশিয়ার ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 

আরো পড়ুন : কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

অনেকেই তখন লিখেছিলেন, রাশিয়া নিজেকে বিচ্ছিন্ন করেছে এবং বিশ্বে ঘটে চলা অন্যায়ের প্রতি কোনো প্রতিক্রিয়া জানায়নি।

এ বিষয়ে পুতিন বলেন, তখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গোরচাকভ একটি চিঠি পাঠান, যার মধ্যে লেখা ছিল- ‘রাশিয়া ক্রুদ্ধ নয়। রাশিয়া কেন্দ্রীভূত হচ্ছে’।

রুশ প্রেসিডেন্ট বলেন, ধীরে ধীরে রাশিয়া যখন কেন্দ্রীভূত হচ্ছিল, কৃষ্ণ সাগর অঞ্চলেও সমস্ত অধিকার ফিরে পেয়েছিল এবং শক্তিশালী হতে শুরু করেছিল। কিছু ঐতিহাসিক ক্রিমিয়া যুদ্ধকে ‘শূন্য বিশ্বযুদ্ধ’ হিসেবেও বর্ণনা করেছিলেন। কারণ প্রায় সব ইউরোপীয় শক্তি এই যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে অংশগ্রহণ করেছিল। তবে পরিস্থিতি পরিবর্তিত হয় এবং সেই দেশগুলোই বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার মিত্র হয়ে ওঠে।

‘সব কিছুই পরিবর্তিত হয় এবং কেবল স্বার্থই অপরিবর্তিত থাকে’- এই বলে সাক্ষাৎকার শেষ করেন রুশ নেতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App