ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহ নিয়ে জাতিসংঘে বৈঠক

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ এএম

রাশিয়ার অনুরোধে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিষয়ে বৈঠক ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ছবি : সংগৃহীত
ইউক্রেন-রাশিয়া যুদ্ধে কিয়েভকে পশ্চিমা দেশগুলোর অস্ত্র সরবরাহের বিষয়ে মস্কোর অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একটি বৈঠকের আয়োজন করেছে। বৈঠকটি আগামী ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
জাতিসংঘে রাশিয়ার প্রথম স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি তার টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। খবর তাসের।
দিমিত্রি পলিয়ানস্কি লিখেছেন, রাশিয়ার অনুরোধে ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের বিষয়ে বৈঠক ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ডিসেম্বর) পশ্চিমাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছে। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে।
গত ২৮ নভেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথ নিরাপত্তা চুক্তি সংস্থার (সিএসটিও) শীর্ষ সম্মেলনে বলেছেন, মস্কো বারবার সতর্ক করে বলেছে, রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা দূরপাল্লার অস্ত্রের ব্যবহারে ন্যাটোর সরাসরি সম্পৃক্ততা রয়েছে।
আরো পড়ুন : বাইডেনকে 'মূর্খ' বললেন ট্রাম্প