ইজতেমা ময়দানে সংঘর্ষ নিয়ে যা জানালো তাবলীগ জামাত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০ এএম

আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি : সংগৃহীত
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যোবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় তাবলীগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন।
বার্তায় বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মাওলানা জুবায়ের সাহেবকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়, বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টায় মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসবেন। সেই মিটিংয়ে বিশ্ব ইজতেমা মাঠের বিষয়ে সুন্দর একটি সিদ্ধান্ত গৃহীত হবে বলে আশাবাদ ব্যক্ত হয়। এরই মধ্যে মঙ্গলবার রাত আড়াইটার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সারজিসসহ কয়েকজন সমন্বয়ক কাকরাইল মসজিদে আমাদের সঙ্গে আলোচনার জন্য আসেন। কিভাবে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে আলোচনা করেন।
বলা হয়, আলোচনার কিছু সময় পরেই খবর আসে সাদপন্থীরা সারাদেশ থেকে টঙ্গী ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদে অবস্থান করছে। তারা সারাদেশ থেকে সন্ত্রাসী ভাড়া করে ধারালো অস্ত্রসহ টঙ্গী ময়দানের ফরেন টেন্টের গেট ভেঙে ভিতরে প্রবেশ করেছে।
বার্তায় বলা হয়, ভোররাত আনুমানিক ৪টার দিকে ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজে নিয়োজিত ও পাহারায় নিয়োজিত ও ঘুমন্ত শুরায়ী নেজামের তাবলীগের সাথীদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হয়েছে এবং অর্ধশত আহত হয়েছে বলে খবর পাওয়া যায়। নিহতের একজন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ভাই মো. আমিনুল ইসলাম বাচ্চু। অপরজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আছে।
আহতরা আহসান উল্লাহ মাস্টার মেডিকেল হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
আরো পড়ুন : ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২