হজের খরচ কমছে লাখ টাকা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪, ১১:৫১ পিএম

ছবি: সংগৃহীত
এবার হজের খরচ কমাতে দুটি প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে প্রথমটি হলো আজিজিয়া। এতে খরচ কমবে ১ লাখ টাকার বেশি। আর দ্বিতীয়টিতে ব্যয় সাশ্রয় হবে ৪০ থেকে ৪৫ হাজার টাকা। উভয় প্যাকেজেই গত বছরের চেয়ে খরচ কমছে। ফলে ৪ বছর পর ফের ৫ লাখ টাকার মধ্যে হজ করতে পারবেন বাংলাদেশিরা।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সেখানে প্রথমবারের মতো দুটি প্যাকেজ ঘোষণা করবেন তিনি। প্রথমটি ৫ লাখ ৫০ হাজার টাকার এবং দ্বিতীয়টি ৪ লাখ ৭৫ হাজার টাকার।
গত বছর সাধারণ হজের প্যাকেজ ছিল ৫ লাখ ৮৬ হাজার টাকা। এবার সেটি কমিয়ে ৪ লাখ ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। প্যাকেজটিতে মক্কা ও মদিনায় হেরেম শরীফ থেকে গড়ে ২ থেকে ৩ কিলোমিটার দূরে হোটেলে থাকতে হবে। এটি আজিজিয়া প্যাকেজ নামে পরিচিত হবে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। এর মধ্যে হোটেল কাছে ও দূরের বিষয় থাকবে। একটি প্যাকেজে ১ লাখ টাকার বেশি। অন্যটিতে প্রায় ৪০ হাজার টাকা কমছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ জানায়, গত বছরের চেয়ে এবার বিমান ভাড়া ৩৫ হাজার কমিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করা হচ্ছে। এছাড়া আরো কিছু সেবার দাম কমানো হচ্ছে। এ বছর বিমান ও বাড়ি ভাড়া, সার্ভিস চার্জ, ভ্যাট-ট্যাক্স ও বেবিচকের বিভিন্ন ফি কমছে।
সূত্র জানায়, মক্কার হেরেম শরিফ থেকে দেড় থেকে ২ কিলোমিটার দূরে আজিজিয়া এলাকা। সেখানে ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের হজযাত্রীরা অবস্থান করেন। বাংলাদেশিরা এখানে থাকতে চান না। কারণ, খাবার হোটেল ও যাতায়াতের সুব্যবস্থা কম। সেখানে তুলনামূলক হোটেল খরচ কম হওয়ায় এই প্যাকেজে খরচ কমছে ১ লাখ টাকার বেশি।
সংশ্লিষ্টরা জানান, সৌদি সরকারের বিশেষ আগ্রহে ‘আজিজিয়া প্যাকেজ’ আনার পরিকল্পনা করেছে বাংলাদেশ। তারা চাচ্ছে আজিজিয়া এলাকাকে হজযাত্রীদের আবাসন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে। সেজন্য গত কয়েক বছর ধরে ওই এলাকায় নতুন ভবন ও হোটেল নির্মাণের অনুমতি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ইতোমধ্যে সেখানে প্রচুর ভবন নির্মিত হয়েছে।
নতুন প্যাকেজে বিমান ভাড়া, আবাসনসহ অন্য খরচ সমন্বয় করলে ১ থেকে দেড় লাখ টাকা কমবে। এটি হলে সাড়ে ৫ লাখ টাকার মধ্যে হজ করা সম্ভব হবে।
ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ অনুবিভাগ) মতিউল ইসলাম বলেন, হজের খরচ বেড়ে যাওয়ায় সমালোচনা হচ্ছে। এজন্য এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। যারা হেরেম শরিফ থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য আজিজিয়া প্যাকেজ।
২০২৪ সালে সরকারিভাবে হজের জন্য ৫ লাখ ৮৬ হাজার টাকা খরচ ধরে প্যাকেজ ঘোষণা করা হয়। বিশেষ প্যাকেজে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা ব্যয় হয়। এটি মূলত হেরেম শরীফের পাশে পাঁচ ও চার তারকা হোটেলে থাকার সুব্যবস্থা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ ছিল ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজ ছিল ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।
নিবন্ধনে সাড়া কম পাওয়ায় হজ প্যাকেজ ঘোষণা না হওয়াকে দায়ী করছে এজেন্সিগুলো। এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের বিপরীতে গত দেড় মাসে মাত্র ৯ হাজার ২৯৮ জন হজে যেতে চূড়ান্ত নিবন্ধন করেছেন।
হজ এজেন্সি মালিকরা জানান, এবার হজের খরচ ৪০ থেকে ১ লাখ টাকা কমাতে পারলে মানুষের মধ্যে আগ্রহ বাড়বে। আগামী বছরের জুনের প্রথম সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন তা পালন করতে পারবেন।