হজে গিয়ে দুবাই বাংলাদেশ কমিউনিটি নেতা জহিরুল ইসলামের ইন্তেকাল

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
প্রকাশ: ২১ জুন ২০২৪, ১০:০৭ পিএম

মো. জহিরুল ইসলাম
দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের অতি পরিচিত মুখ আলহাজ্ব মো. জহিরুল ইসলাম এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে ইন্তেকাল করেছেন।
মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। তাকে অসংখ্য অসুস্থ ও মৃত প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করতে দেখা গেছে অনেকবার। তিনি ছিলেন সদালাপি হৃদয়বান ব্যক্তি ও মানবতাবাদী। অসহায় ও বিপদগ্রস্ত কর্মীদের সহযোগিতার জন্য ছুটে আসতেন তিনি।
আরো পড়ুন: দুবাই গ্যাসেস স্টেডিয়াম যেন এক টুকরো বাংলাদেশ
কমিউনিটির এই নেতার ইন্তেকালের খবর পেয়ে আমিরাত প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার (২১ জুন) বাদে আছর তার নামাজে জানাজা শেষে পবিত্র মক্কা শরীফের কবরস্থানে তাকে দাফন করা হয়। সৌদি আরবে হজ পালনে জহিরুল ইসলামের সঙ্গে তার স্ত্রীও ছিলেন। বর্তমানে তিনি সৌদিতে অবস্থান করছেন। এদিকে দেশ থেকে তার শালা রেজাউল করিম জহিরুল ইসলামের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।