মক্কায় হাজীদের খোঁজ নিলেন ধর্মমন্ত্রী

মো. মিজানুর রহমান আকন
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:১৪ পিএম

মক্কায় অবস্থানরত বাংলাদেশের হাজীদের খোঁজখবর নিচ্ছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: ভোরের কাগজ
মক্কায় অবস্থানরত বাংলাদেশের হাজীদের খোঁজখবর নিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং ধর্ম সচিব মুঃ আঃ হামিদ জমাদ্দার। বিভিন্ন হোটেল এবং মেডিকেল কেন্দ্রে গিয়ে হাজিদের চিকিৎসা ও অন্যান্য বিষয়ের খোঁজখবর নেন তারা। এসময় হজ মিশনের কনসুলার হজ মো. জহিরুল ইসলাম ও প্রশাসনিক টিমের অন্যান্যরা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বাংলাদেশের হাজীদের সেবায় নিয়োজিত মেডিকেল কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে আসা হাজীদের খোঁজখবর নেন। এসময় সন্তুষ্টি প্রকাশ করে হজ চলাকালীন এই সেবাটি আরো সম্প্রসারণের অনুরোধ জানান হাজীরা।
আরো পড়ুন:৩ লাখের বেশি হজযাত্রীকে বের করে দিলো সৌদি
ধর্ম মন্ত্রণালয়ে সচিব মুঃ হামিদ জমাদ্দার হাজীদের ধৈর্য সহকারে আল্লাহর হজ্জ পালন করার অনুরোধ জানান। তিনি বলেন, অর্থনৈতিকভাবে সচ্ছল এবং শারীরিকভাবে সবলদের জন্য আল্লাহ আমাদের উপর হজ ফরজ করেছেন। কিন্তু আমাদের দেশের অনেক অসুস্থ মানুষ আবেগের টানে হজে এসে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হন। এসময় তিনি চিকিৎসা নিতে আসা একজন ডায়াবেটিস আক্রান্ত হাজীকে সতর্কভাবে ওষুধ সেবন করা অনুরোধ জানান।
সবাইকে আল্লাহর মেহমান হিসেবে সর্বদা ধৈর্য সহকারে চলাফেরা অনুরোধ জানিয়ে যেকোনো ধরনের অসুবিধার কথা হজ মিশনে যোগাযোগ করে জানাতে বলেন ধর্ম সচিব।
সরকারিভাবে আসা হাজীদের থাকার ব্যবস্থা করা হয়েছে মক্কা শরীফের ৮ হোটেলে। এছাড়া হজ মিশনে বেসরকারি মেহমান হিসেবে যারা এসেছেন তাদেরও খোঁজখবর নেন ধর্ম মন্ত্রী ও সচিব।
বেসরকারিভাবে হজে আসা হাজীদের বিষয়ে জানতে চাইলে মক্কার হজ কনসুলার জানান, বেসরকারিভাবে আসা হাজীদের খোঁজখবর নেয়ার জন্য আমরা ৫০টি টিম করেছি। তারা যেসব স্থানে বেসরকারি এজেন্সির মাধ্যমে হাজী এসেছেন, তাদের খোঁজখবর নেয়া হচ্ছে। এরমধ্যে বেশিভাগ পরিদর্শন বা খোঁজখবর নেয়ার কাজ শেষ হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ থেকে আগত সমস্ত হাজীদের জন্য সেবার দার উন্মুক্ত রয়েছে। ধর্মমন্ত্রী, ধর্ম সচিবসহ হজ মিশনের কর্মকর্তারা ক্লিনিকে অবজারভেশনে থাকা বিশিষ্ট রাজনীতিবিদ মনজুরুল আহসানকে দেখতে যান এবং উনার খোঁজখবর নেন।
এবার হজে বাংলাদেশ থেকে ৮৬ হাজার হাজী মক্কায় হজ করতে যাওয়ার কথা। ইতোমধ্যে ৭৩ হাজার হাজি সৌদি আরবে পৌঁছেছেন বলে জানান হজ মিশরের কনসুলার মোহাম্মদ জহুরুল ইসলাম।