×

অন্যান্য

দেশে ‘কুরআনিক সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠা ও প্রাসঙ্গিকতা

Icon

সৈয়দ রবিউস সামস

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পিএম

দেশে ‘কুরআনিক সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠা ও প্রাসঙ্গিকতা

সৈয়দ রবিউস সামস, সিইও, র’দিয়া আইএনসি এবং প্রধান উদ্যোক্তা, কুরআনিক সায়েন্স পার্ক

   

জ্ঞান এবং বিজ্ঞানের আলোকে আমরা এখন উন্নতির ‘সর্বোচ্চ শিখর’ সময়ে। যে কোন বিষয়ে গবেষণা এবং প্রযুক্তি সব কিছুরই চরম উৎকর্ষতার মধ্যে। এই দ্রুত অগ্রগতির বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা অপরিহার্য হয়ে পড়েছে তা আর অপেক্ষা রাখে না।  এই উন্নয়নের সাথে সাথে মানুষের জ্ঞান এবং চিন্তার জগতে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশও এই পরিবর্তনের ছোঁয়া থেকে বাদ যায়নি। তবে, বিজ্ঞান ও প্রযুক্তির এই অগ্রগতির সঙ্গে ধর্মীয় শিক্ষার সমন্বয় প্রয়োজন। সেই সাথে কুরআনিক শিক্ষা, জ্ঞান ও বিজ্ঞানকে সমন্বিত করে একটি সাইন্স পার্ক প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচন হতে পারে। এ কারণে বাংলাদেশে 'কুরআনিক সাইন্স পার্ক' প্রতিষ্ঠা করা সময়ের আশু ও জোর দাবিতে পরিণত হয়েছে। আমাদের দেশে ইসলাম ধর্ম ও বিজ্ঞানকে সমন্বিত করে একটি উন্নত, শিক্ষিত ও উদ্ভাবনী সমাজ গড়ে তুলে ‘মানবিক বাংলাদেশ’ স্বপ্ন পূরণে এই উদ্যোগ ঢের ভূমিকাও পালন করতে পারে। 

কুরআনিক সাইন্স পার্ক সম্পর্কে সম্যক ধরনা:  

কুরআনিক সাইন্স হলো এমন একটি বিজ্ঞানভিত্তিক কেন্দ্র যেখানে মহাগ্রন্থ কুরআনের বিজ্ঞানসম্মত দিকগুলি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা একটি পদক্ষেপ ।  অর্থাৎ  কুরআনুল কারীমে  উল্লেখিত বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব ও বিষয়গুলিকে আধুনিক বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করে ইসলাম পিপাসু ও দর্শনার্থীদের মাঝে জ্ঞানের প্রসার ঘটানো। এই থিম পার্কটি আল কুরআনের বিজ্ঞানসম্মত প্রদর্শনী কেন্দ্র, সংগ্রহশালা বা ডিজিটাল জাদুঘর হিসাবে কাজ করবে যা একত্রে এক জায়গায় পবিত্র কুরআনের বিজ্ঞানসম্মত বিষয় গুলোর ‘রেপ্লিকা’ অর্থাৎ প্রতিরূপগুলো প্রযুক্তির মাধ্যমে  দেখানোর একটা উদ্যোগ হবে। থাকবে সূত্র এবং ব্যাখ্যা। দর্শনার্থীদের সুবিধার্থে থাকবে বিষয় ভিত্তিক বাংলা,  ইংরেজি এবং  আরবি মুদ্রণ এবং অডিও / ভিডিও শ্রবণ ও  দর্শন  ব্যবস্থা। সংক্ষেপে বলতে গেলে, একটি আর্কাইভ সেন্টার তৈরি করা, যেখানে  কুরআনের বৈজ্ঞানিক আয়াতগুলি তুলে ধরা হবে এবং তা বাস্তবিক ভাবে দেখানো হবে কোন অবজেক্ট তৈরি করে, কিংবা থ্রিডি এনিমেশন, ইন্টারেক্টিভ ডিসপ্লে এবং মাল্টিমিডিয়া উপস্থাপনা ব্যবহার করে।  

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনকে ‘বিজ্ঞানময়’  বলেছেন। সূরা ইয়াসিনের দ্বিতীয় আয়াতে তিনি বলেন, বিজ্ঞানময় কুরআনের শপথ। এছাড়া কুরআনে বিজ্ঞান সম্পর্কিত অনেক আয়াত রয়েছে যা আধুনিক বিজ্ঞানের সাথে মিলে যায়। এসব আয়াতের ব্যাখ্যা ও প্রমাণের মাধ্যমে শিক্ষার্থী এবং আগ্রহীদের মধ্যে বিজ্ঞান ও ধর্মের মধ্যে সমন্বয় ঘটানো সম্ভব। অর্থাৎ 'কুরআনিক সাইন্স পার্ক' এমন একটি স্থান যেখানে কুরআনের আলোকে বিজ্ঞানময়  বিষয়গুলো প্রযুক্তির মাধ্যমে উপস্থাপন করা হবে। এখানে কুরআনের বিভিন্ন আয়াতের সাথে আধুনিক বৈজ্ঞানিক আবিষ্কার প্রদর্শনীর মাধ্যমে তুলনা করা হবে, যা শিক্ষার্থীদের এবং আগ্রহীদের বিজ্ঞানমনস্ক এবং ধর্মীয় বিশ্বাস বোধ দৃঢ় হতে সহায়তা করবে। 

কুরআনিক সাইন্স পার্ক - বাংলাদেশ প্রেক্ষিত: 

সাংবিধানিক ভাবে বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তবে এদেশের অধিকাংশ জনগণই মুসলিম। সরকারি পরিসংখ্যান মতে, জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীর ৮ম বৃহত্তম দেশ, ৪র্থ বৃহৎ মুসলিম দেশ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে বিশ্বের ৩য় দেশ। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম সূত্র মতে, আমাদের মুসলিম জনসংখ্যা ১৫ কোটি ৩৭ লাখ এবং মুসলিম জনসংখ্যার হার ৯০.৪ শতাংশ। বলার অপেক্ষা রাখে না, দেশের জনগণের মধ্যে ইসলাম নিয়ে গবেষণা এবং উন্নয়নের যথেষ্ট কাজ হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ইসলামিক বিশ্ববিদ্যালয়, কওমি মাদ্রাসা,  আলিয়া মাদ্রাসা, মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সরকারি বেসরকারি নানা উদ্যোগ সাথে সাথে অনেক ব্যক্তিগত পর্যায়ে দাওয়াতি কাজ। পবিত্র কুরআন নিয়েও বাংলায় ঢের গবেষণা হয়েছে।  কুরআনের বাংলা অর্থ / তরজমা রয়েছে অনেক  যা বলা বাহুল্য। সেই সাথে কুরআন এবং বিজ্ঞান নিয়েও লেখালেখি হয়েছে পর্যাপ্ত। তবে দেশে ‘কুরআনিক সাইন্স পার্ক’ বিষয়ে আলোচনা হয়েছে কিঞ্চিত। পবিত্র কুরআনের মধ্যে যে বিজ্ঞানের বিষয়গুলা বলা হয়েছে সেগুলোর  একত্রে এক ছাদের নিচে একটা দৃশ্যমান এবং ডিজিটাল প্রদর্শনের কোন উদ্যোগ বা প্রকল্প আমাদের দেশে নেই।  উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আল-খাওয়ানিজ অঞ্চলে ৬৪ হেক্টর জমির ওপর গড়ে তোলা হয়েছে বিশ্বের প্রথম কুরআন ভিত্তিক উদ্যান ‘কুরআনিক পার্ক’ এবং কাতারের দোহায় রয়েছে ‘কুরআন বোটানিক গার্ডেন’, যেখানে পবিত্র কুরআনে উল্লেখিত উদ্ভিদ এবং কাতারের স্থানীয় উদ্ভিদ প্রদর্শন ও সংরক্ষণ করা হয়। এটি কাতার ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হয়। দোহাতে  আরও রয়েছে সর্বাধুনিক ইসলামি জাদুঘর ‘মিউজিয়াম অফ কুরআনিক আর্ট’ যা ৪ লাখ স্কয়ার ফিট জায়গার ওপর নির্মিত যা ২০০৮ সালে তা উদ্বোধন করা হয়।। এছাড়া ২০১৪ সাল থেকে সৌদি আরবের মদিনায় প্রস্তাবিত রয়েছে ব্যয়  ‘নোবেল কুরআন মরূদ্যান’ (Noble Quoran Oasis) এবং ইন্দোনেশিয়ার সরকার ‘ইসলামিক সাইন্স পার্ক’ করার ঘোষণা দিয়েছিল ২০১৯ সালে। 

আমদের দেশে উল্লেখ করার মত বিষয় হচ্ছে, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান র’দিয়া আইএনসি ঢাকায় একটি 'কুরআনিক সায়েন্স পার্ক' প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। দেশে প্রথমবারের মত এই উদ্যোগে সরকারি এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত সহায়তা আবশ্যক। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার সদিচ্ছা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি বিভাগ, এ টু আই এবং ইসলামিক ফাউন্ডেশন একযোগে কাজ করতে পারে।

নিঃসন্দেহে কুরআনিক সাইন্স পার্ক প্রতিষ্ঠা বাংলাদেশে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে যা দেশের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী শক্তির বিকাশে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। তবে, একটি উচ্চমানের ব্যয়বহুল কিন্তু সময়োপযোগী উদ্যোগ সাইন্স পার্ক প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় অর্থ ও অবকাঠামো নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। প্রথমত, সরকারি ও বেসরকারি খাতের সহযোগিতায় এই চ্যালেঞ্জ মোকাবিলা করা যেতে পারে। দ্বিতীয়ত, দক্ষ গবেষক ও প্রযুক্তিবিদদের নিয়োগ এবং প্রশিক্ষণ প্রদানও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও শিক্ষাবৃত্তির মাধ্যমে এ সমস্যা সমাধান করা সম্ভব। দেশের আপামর মুসলিম জনসাধারণের আগ্রহ ও সহযোগিতা  একান্ত কাম্য। আমাদের দেশে বড় বড় অবকাঠামো নির্মিত হয়েছে,  সবাই এগিয়ে আসলে কুরআনিক সাইন্স পার্কের মত মহৎ ও বৃহৎ প্রকল্প প্রতিষ্ঠা করা সম্ভব।      

লেখক: সৈয়দ রবিউস সামস, সিইও, র’দিয়া আইএনসি এবং প্রধান উদ্যোক্তা, কুরআনিক সায়েন্স পার্ক, radiateam@gmail.com 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App