×

রংপুর

ট্রাক দুর্ঘটনায় আহত সাংবাদিককে হারাতে হলো দুটি পা

Icon

রবিউল ইসলাম বাবুল, লালমনিরহাট জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১০:২৫ পিএম

ট্রাক দুর্ঘটনায় আহত সাংবাদিককে হারাতে হলো দুটি পা

ছবি: ভোরের কাগজ

   

লালমনিরহাটের আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজের এলাকায় মিজানুর রহমান মিলন নামের এক সাংবাদিকের পায়ের উপর দিয়ে ট্রাক চলে গেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

রংপুর মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক ভেবে ঢাকায় রেফার্ড করেন।

গত সোমবার (২০ জানুয়ারি) রাতে জেলার কালিগঞ্জ উপজেলা থেকে জেলা শহরে ফেরার পথে আদিতমারী স্বর্ণামতি ব্রিজে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সরেজমিন পত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেন। 

স্থানীয়রা জানান, মিজানুর রহমান মিলন কালিগঞ্জ উপজেলায় জরুরি একটি কাজে গিয়েছিলেন। ফেরার পথে আদিতমারী উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের স্বর্ণামতি ব্রিজে উঠার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে ধাক্কা দেয়। অপরদিক থেকে আসা আর একটি ট্রাক তার পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দুপা বিচ্ছিন্ন হয়ে যায় তার।

স্থানীয়রা অটোরিকশা করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে অবস্থা আরো আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে  সেখানে তার দুটি পায়ে কেটে ফেলতে হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ব্যাপারে বাংলাদেশ প্রেসক্লাবের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রতনের সঙ্গে আলোচনা হলে তিনি ভোরের কাগজ সাংবাদিককে বলেন, তার চিকিৎসার জন্য লালমনিরহাট জেলা প্রশাসকের কাছ থেকে ২০ হাজার টাকার সহায়তা পাওয়া গেছে। তিনি জেলার সব সাংবাদিক সংগঠনগুলোকে ও সমাজের বিত্তবানদের সাংবাদিক মিলনের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য বিনীতভাবে অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App