×

রংপুর

নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী সুতাকল কবে চালু হবে?

Icon

মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:০৮ পিএম

নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী সুতাকল কবে চালু হবে?

ছবি: ভোরের কাগজ

   

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নীলফামারীর ঐতিহ্যবাহী দারোয়ানী সুতাকলটি (টেক্সটাইল মিল) পুনরায় চালুর দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার টেক্সটাইল মিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিলটির পুনরায় চালুর জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা ও সুতাকল সিবিএর সাবেক সভাপতি ওবায়দুল হক মোল্লা প্রমুখ।

আরো পড়ুন: ভারতের কব্জা থেকে ৫ কিলোমিটার এলাকা অবমুক্ত করলো বিজিবি

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ মিলটি স্থাপন করেছিলেন। দেশের সুতার চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতো এ সুতাকল থেকে। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সুতা তৈরির জন্য পরিচিত মিলটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় অকেজো হয়ে পড়েছে কোটি টাকা মূল্যের মেশিনপত্র। 

‘এক সময় এ মিলটি এলাকায় বেকারত্ব দূরীকরণ ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। কিন্তু বর্তমানে এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের জীবিকা ও উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের ষড়যন্ত্রের কারণে এ মিলটি বন্ধ করা হয়েছে’ দাবি জানান বক্তারা। 

মানববন্ধন শেষে আয়োজক সংগঠনের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন এবং দ্রুত মিলটি চালু করার জন্য সরকারের নিকট দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App