×

রংপুর

বোদায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল

Icon

এন এ রবিউল হাসান লিটন, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

বোদায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষের ঢল

ছবি: ভোরের কাগজ

   

পঞ্চগড়ের বোদায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়া দৌড় দেখতে হাজারো মানুষের ঢল নামে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে বোদা পৌর শহরের ওয়াই মোড় সংলগ্ন মাঠে জমাদারপাড়া, সিপাইপাড়া, জমিদারপাড়া, প্রামাণিকপাড়া যুবসমাজের আয়োজনে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির। 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সামাদ তারা, পৌর বিএনপির সদস্য সচিব মো. দিলরেজা ফেরদৌস চিন্ময়, আলহাজ্ব মো. নুরনবী মজুমদার, মো. এমরান আল আমিন, মো. গোলাম রব্বানী রয়েল প্রমুখ। 

ঘোড়দৌড় দেখতে দূর-দূরান্ত থেকে সব বয়সের হাজার হাজার মানুষ আসেন। এলাকাজুড়ে আনন্দ ও উৎসবে মেতে উঠে খেলাপ্রেমীরা। ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে মাঠে বসে গ্রামীণ মেলা। নাগরদোলা ও নানা পণ্য সামগ্রীর দোকান বসে মেলায়।

আরো পড়ুন: ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সরেজমিনে গিয়ে দেখা যায়, খেলা শুরু হলে মাঠের চারদিকে হাজারো দর্শকের উচ্ছ্বসিত আনন্দ ছড়িয়ে পড়ে। দর্শকের মুহুর্মুহু করতালি আর চিৎকারে অন্যরকম আনন্দ বয়ে যায়। শিশু যুবক বৃদ্ধসহ খেলা উপভোগ করেন সকল বয়সী নারীরাও। এ যেনো চিরায়ত বাঙালির চিরচেনা মিলনমেলা।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা তৃতীয় শ্রেণির রিয়াম জানান, বাবার সাথে এসেছি। আমি প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখলাম। এর আগে কখনো ঘোড়া দৌড় দেখিনি। ঘোড়া দৌড় দেখতে আমাদের অনেক ভালো লেগেছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারটি গ্রুপে ২২টি ঘোড়া অংশ নেয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App