সাঁথিয়ায় ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন

পলাশ হোসেন, পাবনা
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ এএম

ছবি: ভোরের কাগজ
পাবনার সাঁথিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলকারনাইনের লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলাধীন জোরগাছা স্বরুপ পারবারিক কবরস্থান থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত ১০ম শ্রেণীতে পড়ুয়া জুলকার নাইনের (১৭) মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য-জুলকারনাইন সাভারের পলাশবাড়ি জে.এল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজে ১০ম শ্রেণির ছাত্র ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরে গত ৫ আগস্ট (সোমবার) সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশবাড়ীতে মিছিলে যোগ দেন। বিকেল ৫টার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায় তার ছেলের গলায় গুলি লেগেছে, তাকে দ্রুত এনাম হাসপাতালে আসতে বলে তারা। পিতা আব্দুল হাই হাসপাতালে গিয়ে দেখেন, তার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওইদিন রাতেই তার মরদেহ সাঁথিয়ায় নিজ বাড়িতে আনা হয়।
আরো পড়ুন: ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
গত ৬ আগস্ট ময়নাতদন্ত ছাড়াই তার লাশ মঙ্গলবার সকাল ৯টার দিকে সাঁথিয়ার স্বরপ নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত হলে আশুলিয়া থানায় হত্যা মামলা হয়। ওই মামলার তদন্তের জন্য শহীদ জুলকারের লাশ উত্তোলন করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে।