রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১১:০০ পিএম

ছবি: সংগৃহীত
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম স্থগিত করেছেন শিক্ষার্থী সমন্বয়করা। সোমবার (১৯ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন ডেকে এ কথা জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শিক্ষার্থীরা।
এতে বলা হয়, কেন্দ্র ঘোষিত সমন্বয়ক পরিষদ ছাড়া কোন ধরনের সমন্বয়ক থাকবে না রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান তারা।
আরো পড়ুন: উপাচার্যহীন হাবিপ্রবিতে টালমাটাল অবস্থা
এ সময় সমন্বয়করা বলেন, রাষ্ট্রীয় স্ব-স্ব প্রতিষ্ঠানে দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ কর্তব্য পালন শুরু করায়, এখন থেকে ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহারা থেকে শিক্ষার্থীরা সরে আসবে। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায় অত্যাচারের বিরুদ্ধে নিয়মিত আন্দোলনের বাইরে রাজশাহী জেলা ও মহানগরে অন্যান্য কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। তবে রাত্রিকালীন নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সর্বোচ্চ দশজন শিক্ষার্থী তাদের পরিচয় নিশ্চিত করে পাহারার কাজে থাকতে পারবেন।
সংবাদ সম্মেলনে সমন্বয়করা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের জনগণকে সার্বিকভাবে সহায়তা করার আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষার্থী সমন্বয়করা বলেন, এ নিয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদের ডিন এবং চেয়ারম্যানদের সঙ্গে আলাপ করবেন তারা।