×

প্রবাস

আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন

Icon

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৭ পিএম

আরব আমিরাতে মহান বিজয় দিবস উদযাপন

ছবি: ভোরের কাগজ

   

যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশ মিশন। মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি হাতে নেয় আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই। 

সোমবার (১৭ ডিসেম্বর) সকালে পতাকা উত্তোলনের পর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দোয়া মোনাজাত করা হয় । বিকালে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় । 

গত ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমিরাতে এবারের বিজয় দিবস উদযাপনে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। বিজয় দিবস উপলক্ষে দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে আয়োজন করা হয় এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এতে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার বানী পাঠ করে শুনান কনস্যুলেট কর্মকর্তা আরিফুর রহমান, আশীষ কুমার সরকার, কাজী মোহাম্মদ ফয়সাল ও দ্বিতীয় সচিব প্রোটোকল সাজ্জাদ জহির। দূতালয় প্রধান আশফাক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান। 

সব মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কনসাল জেনারেল আহবান জানিয়ে বলেন, মহান বিজয় দিবসে স্বাধীনতার সুফল জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার আহবান করেন তিনি। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরো নতুন অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কনসাল জেনারেল রাশেদুজ্জামান।

এদিকে এই বিজয় দিবসের অনুষ্ঠানকে ঘিরে বাংলাদেশ কমিউনিটির মধ্যে অসন্তুষ্টি লক্ষ্য করা গেছে। কমিউনিটি নেতাদের অভিযোগ এবারের আয়োজনে অসংখ্য কমিউনিটি নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন কমিউনিটি নেতা মোহাম্মদ জাকির হোসেন, প্রকৌশলী মোঃ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, আলহাজ্ব  ইয়াকুব সৈনিক, আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ রাসেল এই বাস্তবতার কথা স্বীকার করেন।

দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে বিজয় দিবসের এই অনুষ্ঠানে স্থানীয় স্কুলের শিক্ষার্থীরা ও কনস্যুলেট কর্মকর্তারা সমবেত সংগীত দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি ও নৃত্যে অংশ গ্রহণ করেন। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে আগামীতে আরো নতুনত্ব অনুষ্ঠান উপহার দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App