প্রবাসী ব্যবসায়ীরা
আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার আহ্বান

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

ছবি: ভোরের কাগজ
রেমিট্যান্সযোদ্ধা প্রবাসীদের সহজভাবে দেশে যাতায়াতে টিকিট সেবা, আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম, আউটপাস, জব লস ইন্স্যুরেন্স, ভ্রমণ ভিসা এবং পরিবারের সদস্যদের ভ্রমণসহ যাবতীয় সেবা দেয়ার লক্ষ্য নিয়ে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির মোসাফফা পাঁচ নাম্বারে যাত্রা শুরু করলো বাংলাদেশী প্রতিষ্ঠান একতা টাইপিং এন্ড ট্রাভেলস।
শনিবার (৯ নভেম্বর) রাতে আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সেবামূলক প্রতিষ্ঠান একতা টাইপিং এন্ড ট্রাভেলসটি ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্পন্সর স্থানীয় নাগরিক সুলতান মনসুর।
আরো পড়ুন: বাংলাদেশিসহ ৮ অভিবাসীকে এবার আলবেনিয়ায় পাঠালো ইতালি
এ সময় উপস্থিত ছিলেন- আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. আশরাফ আলী, একতা টাইপিং এন্ড ট্রাভেলসের মোহাম্মদ কামরুল, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ তারেক, মোহাম্মদ আবুল হোসেন সুমন ও আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সদস্যরা ও বাংলাদেশ কমিউনিটির অনেকে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, প্রবাসীরা দেশে যাওয়ার সময় বিমানের টিকেট কাটতে ভিনদেশী প্রতিষ্ঠানের মুখোমুখি হতে হয়। এতে করে অনেক সময় নানা ভোগান্তির শিকার হন তারা। তাই তাদের সমস্যা লাগব করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আরব আমিরাতের আইন-কানুনের প্রতি শ্রদ্ধা রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা বলেন। পাশাপাশি আমিরাতে বন্ধ ভিসার দ্বার উন্মুক্ত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।