মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম মানবতাবাদী বাস্তবমুখী জনহিত কার্যক্রমে সম্পৃক্ত

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই থেকে
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৫৪ পিএম

মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই আয়োজিত আলোচনা সভায় অতিথিদের সঙ্গে সংগঠনের নেতারা। ছবি: ভোরের কাগজ
আরব আমিরাতে জাতীয়তাবাদী ফোরাম মানবতাবাদী বাস্তবমুখী জনহিত কার্যক্রমে সম্পৃক্ত হয়ে আত্ম মানবতার সেবায় কাজ করবে। মিরসরাই অঞ্চলের গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের সাহায্যার্থে কাজ করার জন্য এই সংগঠন পরিচালিত হবে বলে জানান বক্তারা।
শনিবার রাতে (২৬ অক্টোবর) মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাত আয়োজিত আলোচনা সভা ও আংশিক পূর্ণাঙ্গঁ কমিটি ঘোষণা অনুষ্ঠানে বক্তারা এই কথা বলেন। আজমান জাহারাত রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের সিনিয়র সহ-সভাপতি আব্দুল করিম ভুইয়ার সভাপতিত্বে নুরুন্নবী চৌধুরী ও শামসুল আরিফ যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা সভাপতি নুরনবী করিম বাবলু। প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
আরো পড়ুন: পর্তুগালে অধিকার আদায়ের অভিবাসীদের বড় সমাবেশ
বিশেষ অতিথি ছিলেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উপদেষ্টা রেজাউল করিম, পৃষ্ঠপোষক মুহাম্মদ ফরিদ ইসলাম, উপদেষ্টা নুরউদ্দিন, উপদেষ্টা কামরুল হাসান সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক সাঈদ সরোয়ার, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান আকাশ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সদস্য গিয়াস উদ্দিন রাজিব, খোরশেদ আলম, আব্দুর রহিম ছাত্র বিষয়ক সম্পাদক, নজরুল ইসলাম, মো. হাসান, আব্দুল করিম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ ইমাম প্রমুখ।
আলোচনা শেষে আনোয়ার হোসেনকে সভাপতি নুরুন্নবী চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং আব্দুল করিম ভূইয়া সিনিয়র সহ-সভাপতি রিয়াদ ভুঁইয়া, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন মমিনকে প্রধান উপদেষ্টা করে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নুরনবী করিম বাবলু।