দুবাইতে কনসাল জেনারেলের 'লেটার অব কমিশন' পেশ

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:০৭ পিএম

আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান । ছবি: ভোরের কাগজ
দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুবাই অফিসের ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরের কাছে ‘লেটার অব কমিশন’ পেশ করেছেন। বুধবার (১৭ অক্টোবর) এ উপলক্ষে এক সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কনসাল জেনারেল সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির অবদানের কথা উল্লেখ করে আমিরাত সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা চাকুরি ও ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করতে দুবাই এবং উত্তর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছেন। পাশাপাশি, দুবাই ও উত্তর আমিরাতের সাথে বাংলাদেশের ব্যবসা, বাণিজ্য এবং বিনিয়োগের নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন কনসাল জেনারেল।
আরো পড়ুন: লেবানন থেকে অর্ধশত বাংলাদেশিকে দিয়ে প্রত্যাবর্তন শুরু করবে সরকার
ডেপুটি ডিরেক্টর রাশিদ আবদুল্লাহ আল কাসিরও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা ব্যক্ত করেন।