দুবাই বাংলাদেশ কনস্যুলেটে বিশ্ব শিশু দিবস উদযাপন

সাইফুল ইসলাম তালুকদার, সংযুক্ত আরব আমিরাত থেকে
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৬:১১ পিএম

ছবি: ভোরের কাগজ
দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৪’ উদযাপন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে কনস্যুলেটের কনফারেন্স রুমে এ উপলক্ষে শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনসাল জেনারেল মুহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মুহাম্মদ আশফাক হোসেইন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের আঁকা ছবিগুলো প্রদর্শনের পর তাদের পুরস্কৃত করা হয়। পুরস্কার হিসেবে তাদের উপহার ও সার্টিফিকেট প্রদান করা হয়।
কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান তার বক্তব্যে বলেন, জাতিসংঘ ঘোষিত বিশ্ব শিশু দিবস পালনের মূল উদ্দেশ্য হলো অভিভাবকদের মধ্যে শিশুদের সঠিক যত্ন ও শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশের বিষয়ে সচেতনতা তৈরি করা। তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, তাই সবাইকে তাদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে।
আরো পড়ুন: লেবানন থেকে বাংলাদেশে ফিরতে নতুন নির্দেশনা দিলো দূতাবাস
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে ফটোসেশনের আয়োজন করা হয় এবং তাদের আপ্যায়ন করা হয়।